সংবর্ধনা অনুষ্ঠানের একটি মুহূর্ত (চিত্র: সংগৃহীত)
গত ২৮ জানুয়ারি ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’তে অনুষ্ঠিত হল ‘প্রণব মুখোপাধ্যায় স্কলারশিপ এগজ়ামিনেশন’ (পিএমএসই-২৪) সংবর্ধনা অনুষ্ঠান। ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’র কনফারেন্স হল-এ ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’ (টিআইজি) আয়োজিত এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে ২৫০ জন কৃতী শিক্ষার্থীকে সম্মানিত করা হয়। কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে অসাধারণ সাফল্য অর্জন করেছে তারা প্রত্যেকেই।
‘প্রণব মুখোপাধ্যায় স্কলারশিপ এগজ়ামিনেশন’— এক অনন্য উদ্যোগ
ভারতরত্ন প্রাপ্ত প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের লিখিত সম্মতির ভিত্তিতে শুরু হওয়া এই স্কলারশিপ কর্মসূচিটি তাঁর শিক্ষামূলক দর্শনের প্রতি এক অনন্য শ্রদ্ধার্ঘ্য। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মেধা প্রদর্শনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক সহায়তা প্রদান করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
রাজ্যব্যাপী এই অনলাইন স্কলারশিপ পরীক্ষা গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় ১৫ জানুয়ারি। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ১০,০০০-এরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। যা এটিকে রাজ্যের অন্যতম বৃহৎ অনলাইন স্কলারশিপ কর্মসূচিতে পরিণত করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব অধ্যাপক সুব্রত ঘোষ, ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’-এর কো-চেয়ারপার্সন অধ্যাপক মানসী রায়চৌধুরী এবং ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’-এর ডিরেক্টর তাপসকুমার মুখোপাধ্যায়-সহ আরও অনেকে।
অধ্যাপক মানসী রায়চৌধুরী বলেন, “আমরা যখন কোনও ব্যক্তির অবদান সামনে থেকে দেখি, তখন তাঁর গুরুত্ব সব সময়ে অনুধাবন করতে পারি না। কিন্তু পরে আমাদের শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের মনে করিয়ে দেন যে, আমরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। তোমাদের মধ্যে অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সঙ্গীতশিল্পী, ক্রীড়াবিদ বা অন্য কোনও পেশার স্বপ্ন দেখেছ। তোমাদের পথ যা-ই হোক না কেন, গর্বের সঙ্গে তা গ্রহণ করো। প্রতিটি মুহূর্ত আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করো, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো এবং মাথা উঁচু করে সামনে এগিয়ে যাও।”
এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা টেকনো ইন্ডিয়া গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে শিক্ষালাভেরও সুযোগ পায়। পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করে এই উদ্যোগ ওই পড়ুয়াদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতেও সাহায্য করছে।
শিক্ষার্থীদের দু’টি বিভাগে পুরস্কৃত করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী পড়ুয়ারা হল:
আদর্শকুমার মিশ্র (লিটল বাডস হাই স্কুল, ঋষড়া, মাধ্যমিক, ৮৭%) এবং
পুষ্কল পাত্র (রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, উচ্চমাধ্যমিক, ৮৮%)
উভয়েই স্বর্ণপদক, ল্যাপটপ ও সার্টিফিকেট পেয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী শিক্ষার্থীরা হল:
নির্ঝর গোস্বামী (বাঁকুড়া জেলা স্কুল, মাধ্যমিক, ৮৫%)
আশীষ সিং (লিটল বাডস হাই স্কুল, রিষড়া, উচ্চমাধ্যমিক, ৮৭%)
উভয়েই রৌপ্যপদক ও সার্টিফিকেট পেয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী শিক্ষার্থীরা হল:
বিশ্বদীপ চক্রবর্তী (দুর্গাপুর এমএএমসি টাউনশিপ মডার্ন হাই স্কুল, উচ্চমাধ্যমিক, ৮২%)
সম্ভবী চক্রবর্তী (নব নালন্দা, শান্তিনিকেতন, উচ্চমাধ্যমিক, ৮৬%)
উভয়েই ব্রোঞ্জ পদক ও সার্টিফিকেট পেয়েছে।
প্রতিটি জেলার শীর্ষস্থানীয় পড়ুয়ারা অনুষ্ঠানে স্বর্ণপদক ও সার্টিফিকেট পায়। প্রতিটি জেলার শীর্ষস্থানীয় ১০০ জন শিক্ষার্থী পায় ব্রোঞ্জ পদক ও সার্টিফিকেট। এ ছাড়া, মেধাবী শিক্ষার্থীদের ১০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত কোর্স ফি ছাড়েরও সুযোগ দেওয়া হয়েছে, যাতে আর্থিক অসুবিধা তাদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়।
সম্মাননা ও স্কলারশিপ পেয়ে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, এই স্বীকৃতি তাদেরকে উচ্চশিক্ষার প্রতি আরও উৎসাহিত করেছে এবং ভবিষ্যতের সাফল্যের জন্য তাদের পথ প্রশস্ত করতে সাহায্য করেছে।
তরুণ প্রতিভা গড়ে তুলতে ‘প্রণব মুখোপাধ্যায় স্কলারশিপ এগজামিনেশন’ (পিএমএসই-২৪) সংবর্ধনা টেকনো ইন্ডিয়া গ্রুপের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই স্কলারশিপ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথ সুগম করে। পাশাপাশি, প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির শিক্ষা দর্শনকেও সম্মান জানায়। এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়ারা তাদের লক্ষ্যে পৌঁছনোর অনুপ্রেরণা ও সুযোগ লাভ করছে, যা ভবিষ্যতে তাদের আরও বড় সাফল্যের পথ খুলে দেবে।
বিশদে জানতে ভিজ়িট করুন: www.technoindiauniversity.ai
এই প্রতিবেদনটি ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’—এর সঙ্গে আনন্দবাজার ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।