Astrology

বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা কী কারণে বৃদ্ধি পায়? বিস্তারিত আলোচনায় শ্রী মণি ভাস্কর

বেডরুম বাড়ির উত্তর-পশ্চিম থেকে পশ্চিমের মাঝামাঝি অথবা দক্ষিণ-পশ্চিম থেকে দক্ষিণের মাঝামাঝি অংশে হলে বিবাহ সম্পর্ক জোড়া লাগাতে সংশয় এবং অশান্তি তৈরি হয়।

Advertisement

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ০২ মে ২০২৩ ১১:৫৬
Share:

প্রতীকী ছবি।

আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্ক ধরে রাখা যেন এক বিরাট বড় চ্যালেঞ্জ। সম্পর্কে জটিলতা বৃদ্ধি পাওয়া বা বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা কেন বাড়ছে, সে বিষয়ে আলোচনা প্রসঙ্গে কয়েকটি কারণ উল্লেখ করেছিলাম....

Advertisement

১) পরিবারের অসম্পৃক্ততা

২) জীবনসঙ্গী নির্বাচনে ভুল

Advertisement

৩) সমঝোতার অভাব

৪) উদাসীন মনোভাব

৫) সন্দেহপ্রবণতা

৬) অন্যের সাথে তুলনা

৭) তৃতীয় ব্যক্তির প্রাধান্য

এর পাশাপাশি আমাদের স্বভাব, অভ্যাস, বুদ্ধি-চিন্তন, জন্মছক এবং বাস্তুর ভূমিকা তো রয়েইছে। সম্পর্কে জটিলতা বা বিবাহ বিচ্ছেদের নেপথ্যে সংখ্যার ভূমিকাও ইতিপূর্বে আলোচনা করেছি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি....

যাদের জন্মতারিখ ইংরেজি মাসের ৪, ১৩, ২২ বা ৩১ অথবা যাদের সম্পূর্ণ জন্মতারিখ যোগ করলে যোগফল ৪ হয়, যেমন ১ জানুয়ারি, ২০০০ সাল (০১.০১.২০০০), {(০+১)+(০+১)+(২+০+০+০)} = ৪, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, এদের ক্ষেত্রে সম্পর্কে জটিলতা বা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে প্রায় ৩০% (যদিও এক্ষেত্রে সেই ব্যক্তির জন্মছকও অবশ্যই দেখতে হবে)

যাদের জন্মতারিখ ইংরেজি মাসের ৮, ১৭, ২৬ অথবা যাদের সম্পূর্ণ জন্মতারিখ যোগ করলে যোগফল ৮ হয়, যেমন ৮ ডিসেম্বর, ১৯৯৫ সাল (০৮.১২.১৯৯৫), {(০+৮)+(১+২)+(১+৯+৯+৫)} = ৩৫ = (৩+৫) = ৮, তাদের ক্ষেত্রে সম্পর্কে জটিলতা বা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে প্রায় ৩০% (যদিও এক্ষেত্রে সেই ব্যক্তির জন্মছকও অবশ্যই দেখতে হবে)

যাদের জন্মতারিখ ইংরেজি মাসের ৯, ১৮, ২৭ অথবা যাদের সম্পূর্ণ জন্মতারিখ যোগ করলে যোগফল ৯ হয়, যেমন ৯ ফেব্রুয়ারি, ১৯৯৬ সাল (০৯.০২.১৯৯৬), {(০+৯)+(০+২)+(১+৯+৯+৬)} = ৩৬ = (৩+৬) = ৯, তাদের ক্ষেত্রে সম্পর্কে জটিলতা বা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে প্রায় ৩০% (যদিও এক্ষেত্রে সেই ব্যক্তির জন্মছকও অবশ্যই দেখতে হবে)

যাদের জন্মতারিখ ইংরেজি মাসের ৩, ১২, ২১ বা ৩০ অথবা যাদের সম্পূর্ণ জন্মতারিখ যোগ করলে যোগফল ৩ হয়, যেমন ২২ মার্চ, ১৯৯৪ সাল (২২.০৩.১৯৯৪), {(২+২)+(০+৩)+(১+৯+৯+৪)} = ৩০ = (৩+০) = ৩, তাদের ক্ষেত্রে সম্পর্কে জটিলতা বা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে প্রায় ৩০% (যদিও এক্ষেত্রে সেই ব্যক্তির জন্মছকও অবশ্যই দেখতে হবে)

দেখা যায়, এই বিশেষ বিশেষ তারিখের জাতক/জাতিকাদের জীবনে এমন জীবনসঙ্গী আসেন, যাদের সঙ্গে এক ছাদের নীচে সহাবস্থান অনেকক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। এতো গেল সংখ্যা, এছাড়াও আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি জন্মছক ও বাস্তু কিভাবে আমাদের বিবাহ জীবনে সমস্যা তৈরি করে। যাদের মিথুন, সিংহ, কন্যা, ধনু বা মীন লগ্ন, তাদের জীবনেও বিচ্ছেদের সম্ভাবনা থাকে প্রায় ২০%। এছাড়াও জন্মছকে ষষ্ঠ বা অষ্টম স্থানের গ্রহদের সঙ্গে সম্পর্কযুক্ত দশা চলাকালীন সময়েও বিচ্ছেদ হতে পারে। আবার অষ্টমপতির দশায় যারা বিয়ে করেন, বা হয়তো দেখা গেল সরাসরি অষ্টমপতির দশায় বিয়ে করলেন না, কিন্তু এমন কোনও গ্রহের দশায় বিয়ে করলেন, যে গ্রহটি অষ্টম ঘরে বসে রয়েছে, অথবা অষ্টমপতির নক্ষত্রে বসে রয়েছে...... সেই দশা চলাকালীন বিবাহসূত্রে আবদ্ধ হলেও বিচ্ছেদের ক্ষেত্রে ৩০% সম্ভাবনা তৈরি হয়। অন্যদিকে দ্বাদশপতির দশা, ষষ্ঠপতির দশা, চন্দ্রের দশা বা রবির দশা চলাকালীন বিয়ে করলে, বা যাদের সপ্তমপতি গণ্ডমূল নক্ষত্রে বসে রয়েছে, তাদের সেই দশা চলাকালীনও বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এসব সত্ত্বেও যদি সপ্তমপতি শুভ নক্ষত্রে থাকে, লগ্নপতি শুভ নক্ষত্রে থাকে, চতুর্থপতি শুভ নক্ষত্রে থাকে, একাদশপতি শুভ নক্ষত্রে থাকে, তবে বিবাহের হাজারো ঝঞ্ঝাট সত্ত্বেও বিচ্ছেদের দোরগোড়ায় গিয়েও, দম্পতি আবারও সম্পর্কে ফিরে আসেন এমনটাও দেখেছি। এবার দেখা গেল, কোনও জাতক/জাতিকার ৩, ১২, ২১, ৩০, ৪, ১৩, ২২, ৩১, ৮, ১৭, ২৬ বা ৯, ১৮, ২৭ তারিখে জন্ম, অথবা তাদের সম্পূর্ণ জন্মতারিখ যোগ করে ৩, ৪, ৮ অথবা ৯ হচ্ছে এবং তাদের মিথুন, সিংহ, কন্যা, ধনু বা মীন লগ্ন, আবার অষ্টমপতির দশায় কিংবা অষ্টমপতির সঙ্গে যুক্ত কোনও গ্রহের দশায় তারা বিয়ে করলেন, সেক্ষেত্রে তাদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে প্রায় ৮০%!

এবার আসবো বাস্তু প্রসঙ্গে, যে দম্পতিরা বাড়ির দক্ষিণ-পূর্বের কাছাকাছি বা উত্তর-পূর্বে ঘুমাচ্ছেন, অথবা যাদের বেডরুম বাড়ির উত্তর-পশ্চিম থেকে পশ্চিমের মাঝামাঝি অথবা দক্ষিণ-পশ্চিম থেকে দক্ষিণের মাঝামাঝি অংশে, যাদের বাড়ির উত্তর-পশ্চিম অংশে কাটিং অথবা এক্সটেনশন রয়েছে, বাড়ির দক্ষিণ-পশ্চিমে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক, দক্ষিণ-পশ্চিমে রান্নাঘর, দক্ষিণ-পশ্চিম অংশের ঘরে গাঢ় সবুজ রং বা লাল রঙের কোনও শেডের উপস্থিতি থাকলে, বিবাহ সম্পর্ক জোড়া লাগাতে সংশয় এবং অশান্তি তৈরি হয়। এদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আরও ১০% বৃদ্ধি পায়। (যদিও এই গণনা একেবারেই প্রাথমিক স্তরের)।

সঠিক জ্যোতিষীয় পরামর্শ বা বাস্তুর সংস্কার এই ধরণের সমস্যায় অনেকাংশে আলো দেখাতে পারে। আপনারাও জীবনের ছোট-খাটো সমস্যা সমাধানে বেছে নিতে পারেন Symbol Meditation. এক্ষেত্রে Symbol Meditation (প্রয়োজনে নির্দিষ্ট মুদ্রা সহযোগে) আপনাদের সহায়ক হতে পারে। Guided Symbol Meditation এবং বাস্তু বিষয়ক পরামর্শ পেতে WhatsApp - 86173 72545 / 98306 83986 (Payable & Non-Refundable)।

ডিসক্লেইমার: এটি একটি বিজ্ঞাপন প্রতিবেদন এবং বিজ্ঞাপনদাতার সঙ্গে যৌথ উদ্যোগে প্রকাশিত। প্রতিবেদনে প্রকাশিত সমস্ত বক্তব্য / মন্তব্য একান্তই বিজ্ঞাপনদাতার নিজস্ব। এর সঙ্গে আনন্দবাজার অনলাইনের সম্পাদকীয় দফতরের কোনও সম্পর্ক নেই। সংশ্লিষ্ট বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন