Supreme Knowledge Foundation

পাঠ্যক্রমিক শিক্ষাই নয়, ভবিষ্যতের জন্যও শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলছে পূর্ব ভারতের এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান

শিক্ষার্থীদের পূর্ণ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান একযোগে একাডেমিক উৎকর্ষ, গবেষণামুখী শিক্ষা ও শিল্প-সম্পৃক্ত প্রশিক্ষণের এক সফল সংমিশ্রণ।

এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৫:২১
Share:

‘সুপ্রিম নলেজ ফাউন্ডেশন’

পূর্ব ভারতের শিক্ষা মানচিত্রে এক উজ্জ্বল সংযোজন ‘সুপ্রিম নলেজ ফাউন্ডেশন’। ২০০৯ সালে ঐতিহাসিক চন্দননগরে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান, বর্তমানে টেকনিক্যাল ও পেশাদার শিক্ষার ক্ষেত্রে এক বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। সবুজে ঘেরা ক্যাম্পাস, আধুনিক পরিকাঠামো এবং ভবিষ্যতমুখী পাঠ্যক্রমের মাধ্যমে এটি গড়ে তুলছে দক্ষ, আত্মবিশ্বাসী ও শিল্পপ্রস্তুত প্রজন্ম।

শিক্ষার্থীদের পূর্ণ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠান একযোগে একাডেমিক উৎকর্ষ, গবেষণামুখী শিক্ষা ও শিল্প-সম্পৃক্ত প্রশিক্ষণের এক সফল সংমিশ্রণ। ‘টেকনিক্যাল’, ‘প্যারা-মেডিক্যাল’, ‘মাল্টিমিডিয়া’, ‘হস্‌পিট্যালিটি এবং ম্যানেজমেন্ট’— এই প্রতিটি ক্ষেত্রে আধুনিক ও উচ্চমানের শিক্ষা দিয়ে চলেছে প্রতিষ্ঠানটি।

সবুজে ঘেরা প্রশস্ত ক্যাম্পাস ও আধুনিক পরিকাঠামোতে নির্মিত ভবনসমূহ শিক্ষার্থীদের জন্য এক মনোরম, একাগ্রতাসুলভ শিক্ষার পরিবেশ তৈরি করেছে। আধুনিক ও উন্নতমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ‘সুপ্রিম নলেজ ফাউন্ডেশন’ যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে তৈরি করেছে এক মেধাবী ফ্যাকাল্টি টিম, যাঁরা শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তাদের সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে সাহায্য করেন। এখানে শিক্ষার্থীদের দেওয়া হয় স্বাধীনতা ও সুযোগ, যাতে তারা একাডেমিক পড়াশোনার পাশাপাশি অংশ নিতে পারে বিভিন্ন ক্লাব, কর্মশালা ও সৃজনশীল কার্যক্রমেও।

এই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে উদ্যোগ নেয় শিক্ষার্থীদের গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক শিক্ষা চর্চা উৎসাহিত করা হয়, যাতে তারা ভবিষ্যতের কর্মক্ষেত্রে যে কোনও প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারে। পাশাপাশি, শিল্পক্ষেত্রের সঙ্গে দৃঢ় সম্পর্ক এবং শিল্পোদ্যোগীদের সহায়তায় ‘সুপ্রিম নলেজ ফাউন্ডেশন’ তাদের শিক্ষা পরিকল্পনায় তুলে ধরে বাস্তবমুখী দিকগুলি।

এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপ করে ভাল কাজের অভিজ্ঞতা অর্জন করছে। পাশাপাশি কেরিয়ার শুরু করছে নামী কর্পোরেট প্রতিষ্ঠানের হাত ধরে। নিয়োগকারী সংস্থার সঙ্গে ‘সুপ্রিম নলেজ ফাউন্ডেশন’-এর ঘনিষ্ঠ যোগাযোগের ফলে, শিক্ষার্থীরা কোর্স শেষে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে।

এ ছাড়াও প্রতিষ্ঠানের অভ্যন্তরে রয়েছে প্রযুক্তি, উদ্যোগ, শিল্প ও সংস্কৃতি বিষয়ক নানা ক্লাব, যা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়ক। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজের দক্ষতাই গড়ে তোলে তা না, বরং গড়ে তোলে সমাজের সঙ্গে একটি গভীর সংযোগ। সার্বিকভাবে, ‘সুপ্রিম নলেজ ফাউন্ডেশন’ এমন একটি শিক্ষাকেন্দ্র, যেখানে আজকের শিক্ষার্থীরা হয়ে ওঠে আগামী দিনের দায়িত্বশীল, দক্ষ এবং আত্মনির্ভর পেশাজীবী।

এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘সুপ্রিম নলেজ ফাউন্ডেশন’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন