জুলাইয়ে নিলামে উঠছে সহারার আরও ১৬টি জমি

আগামী ৪ ও ৭ জুলাই সহারার ১০টি জমি বৈদ্যুতিন নিলামে তোলা হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে আগেই। বৃহস্পতিবার আর একটি নোটিস জারি করে সেবি জানাল জুলাইয়েই নিলাম হবে আরও ১৬টি জমি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০৩:০৪
Share:

আগামী ৪ ও ৭ জুলাই সহারার ১০টি জমি বৈদ্যুতিন নিলামে তোলা হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে আগেই। বৃহস্পতিবার আর একটি নোটিস জারি করে সেবি জানাল জুলাইয়েই নিলাম হবে আরও ১৬টি জমি। ন্যূনতম দর ঠিক হয়েছে প্রায় ১,৯০০ কোটি টাকা। আগের ১০টির ক্ষেত্রে তা প্রায় ১,২০০ কোটি। সেবি জানিয়েছে, ১৩ জুলাই ৮টি নিলামে তুলবে এসবিআই ক্যাপ। ন্যূনতম দর ১,১৯৬ কোটি। ১৫ জুলাই বাকি ৮টির নিলামে চড়াতে এইচডিএফসি রিয়েলটি ন্যূনতম দর বেঁধেছে ৭০২ কোটি টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement