১৭ বছর পেরিয়ে জিএসটি, তুলির শেষ টানে জেটলি

আজ সহমত তো কাল মতবিরোধ— বারবার পিছিয়েছে জিএসটি চালুর দিন। অর্থমন্ত্রী হিসেবে কখনও যশবন্ত সিন্হা, কখনও পি চিদম্বরম বা প্রণব মুখোপাধ্যায় হাল ধরেছেন। তুলির শেষ টান দিয়েছেন অরুণ জেটলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৭ ০৩:১২
Share:

আজ সহমত তো কাল মতবিরোধ— বার বার পিছিয়েছে জিএসটি চালুর দিন। অর্থমন্ত্রী হিসেবে কখনও যশবন্ত সিন্হা, কখনও পি চিদম্বরম বা প্রণব মুখোপাধ্যায় হাল ধরেছেন। তুলির শেষ টান দিয়েছেন অরুণ জেটলি। ১৭ বছরে অনেক ভোলবদলেরও সাক্ষী জিএসটি।

Advertisement

অটলবিহারী বাজপেয়ী সরকার

Advertisement

• ১৯৯৯: অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে তাঁর অর্থনৈতিক উপদেষ্টা বিমল জালান, সি রঙ্গরাজন ও আই জি পটেলের বৈঠকে প্রথম জিএসটি-র ভাবনা

• ২০০০: অসীম দাশগুপ্তের নেতৃত্বে রাজ্যের অর্থমন্ত্রীদের এমপাওয়ার্ড কমিটি কাজ শুরু করল

• ২০০৩: বিজয় কেলকারের নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন

মনমোহন সিংহ সরকার

• ২০০৫: কেলকার কমিটির জিএসটি চালু করার সুপারিশ

• ২০০৬: প্রথম বার পি চিদম্বরমের বাজেট বক্তৃতায় জিএসটি চালুর ঘোষণা, ২০১০-এর ১ এপ্রিল থেকে জিএসটি চালুর লক্ষ্য স্থির

• ২০০৯: অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, অসীম দাশগুপ্তর কমিটির তৈরি নকশার ভিত্তিতে জিএসটি-র মূল কাঠামো ঘোষণা

• গুজরাত, মধ্যপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলির আপত্তি

• ২০১০: তথ্যপ্রযুক্তি পরিকাঠামো তৈরির কাজ শুরু, কিন্তু ১ এপ্রিল থেকে জিএসটি চালু করা হল না

• ২০১১: জিএসটি চালুর জন্য সংসদে সংবিধান সংশোধনী বিলের খসড়া পেশ প্রণবের। বিজেপির আপত্তিতে বিল গেল সংসদীয় স্থায়ী কমিটিতে

• ২০১২: অর্থমন্ত্রকে ফের চিদম্বরম

• ২০১২-র ৩১ ডিসেম্বরের মধ্যে মতবিরোধ কাটিয়ে ওঠার লক্ষ্য ঘোষণা

• ২০১৩: রাজ্যগুলিকে পাশে পেতে বাজেটে রাজস্ব ক্ষতিপূরণ মেটানোর ঘোষণা চিদম্বরমের। বিরোধিতায় অনড় মোদীর গুজরাত সরকার

আরও পড়ুন: দাম বাড়ার সম্ভাবনা আবাসনের, বলছে শিল্প

নরেন্দ্র মোদী সরকার

• ২০১৪: নতুন জিএসটি সংবিধান সংশোধনী বিল পেশ অরুণ জেটলির। এ বার আপত্তি কংগ্রেসের

• ২০১৫: ২০১৬-র ১ এপ্রিল থেকে জিএসটি চালুর নতুন লক্ষ্য স্থির। মে মাসে লোকসভায় বিল পাশ। আটকে গেল রাজ্যসভায়

• ২০১৬: অগস্টে রাজ্যসভাতেও সংবিধান সংশোধনী বিল পাশ, অধিকাংশ রাজ্যের সিলমোহর। রাষ্ট্রপতির অনুমোদন

• জিএসটি পরিষদ গঠন, ভাইস-চেয়ারম্যানের পদে অমিত মিত্র

• জিএসটি সংক্রান্ত বিলের খসড়া তৈরির কাজ শুরু

• ২০১৭: মার্চে জিএসটি-র চারটি বিল লোকসভায় পাশ, রাজ্যগুলিরও নিজস্ব জিএসটি বিল পাশ করানো শুরু

• বিরোধিতা ও টালবাহানার পরে জুনে জিএসটি চালুর অর্ডিন্যান্স মমতা সরকারের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন