দেশে যাত্রী গাড়ি বিক্রি ৫% বাড়ল জুলাইয়ে

অর্থনীতির চাকা ঘোরার আশা, উৎপাদন শুল্কে ছাড় বহাল এবং আয়কর ছাড়ের সীমা কিছুটা বৃদ্ধি। মূলত এই তিন কারণে ভর করেই জুলাইয়ে দেশে বিক্রি বাড়ল যাত্রী গাড়ির। এই প্রবণতা বজায় থাকলে এই অর্থবর্ষে বিক্রি বৃদ্ধি ৫-১০ শতাংশ ছুঁতে পারে বলে আশাবাদী গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৪ ০৩:৩৭
Share:

অর্থনীতির চাকা ঘোরার আশা, উৎপাদন শুল্কে ছাড় বহাল এবং আয়কর ছাড়ের সীমা কিছুটা বৃদ্ধি। মূলত এই তিন কারণে ভর করেই জুলাইয়ে দেশে বিক্রি বাড়ল যাত্রী গাড়ির। এই প্রবণতা বজায় থাকলে এই অর্থবর্ষে বিক্রি বৃদ্ধি ৫-১০ শতাংশ ছুঁতে পারে বলে আশাবাদী গাড়ি সংস্থাগুলির সংগঠন সিয়াম।

Advertisement

শুক্রবার সিয়াম প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০১৩-র একই সময়ের তুলনায় জুলাইয়ে দেশে যাত্রী গাড়ির বিক্রি বেড়েছে ৫.০৪%। বিক্রি হয়েছে ১,৩৭,৮৭৩টি। এই নিয়ে টানা তিন মাস উপরের দিকেই থাকল তার বিক্রি। আর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চার মাসে বিক্রি বৃদ্ধিও দাঁড়িয়েছে প্রায় ৩ শতাংশে। উল্লেখ্য, গত দু’বছর ধরে অর্থনীতির বেহাল দশা, চড়া সুদের হার ও জ্বালানির দামের কারণে যাত্রী গাড়ি বিক্রি কমছে। আর গত অর্থবর্ষে তা কমেছিল প্রায় ৫%।

জুলাইয়ে দেশে বিক্রি বেড়েছে মারুতি-সুজুকি, হুন্ডাই, হোন্ডার মতো সংস্থার। কমেছে টাটা মোটরস, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা ইত্যাদির। সামগ্রিক ভাবে বিক্রি বেড়েছে দ্বিচক্রযান সংস্থাগুলিরও। তবে সময় ভাল যায়নি বাণিজ্যিক গাড়ির।

Advertisement

সিয়ামের ডিরেক্টর জেনারেল বিষ্ণু মাথুরের মতে, গাড়ি শিল্পে মন্দার ভাব কেটেছে। আয়কর ছাড়ের সীমা বাড়ায় ক্রেতার পকেটে কিছুটা বেশি টাকাও আসবে। ফলে আরও বেশি সংখ্যায় বিপণিতে আসবেন তাঁরা। জুলাইয়ে এর কিছুটা প্রতিফলন দেখা গিয়েছে। উৎসবের মরসুমে নতুন গাড়ি বিক্রি বাড়াতে পারে বলেও তাঁর ধারণা।

যাত্রী গাড়ি নিয়ে আশার আলো দেখা গেলেও, এখনও চিন্তা বাণিজ্যিক গাড়ির বিক্রি। জুলাইয়ে তা কমেছে ১৩.৬৪%। এই নিয়ে টানা ১৫ মাস তা পড়ল। মাথুরের আশা, ৫-৬ মাসের মধ্যে এই ক্ষেত্রও ঘুরে দাঁড়াবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন