কালো টাকার কেরামতিতেই লাফ বিদেশি বিনিয়োগে! 

কেন্দ্রের তথ্য অনুযায়ী, কর ফাঁকির স্বর্গরাজ্য বলে পরিচিত কেম্যান আইল্যান্ড থেকে ভারতে আসা লগ্নির অঙ্ক এক বছরে বেড়েছে ১৬০০%!  ২০১৬-১৭ সালে সেখান থেকে ৭.১০ কোটি ডলার লগ্নি এসেছিল। ২০১৭-১৮ সালে তা ১৩০ কোটি ডলার ছাপিয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি, শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৮ ০৩:২৯
Share:

একে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার অঙ্ক বাড়া নিয়ে বিরোধীদের প্রবল আক্রমণের মুখে মোদী সরকার। তার উপরে এ বার অন্য দেশ থেকে ঘুরপথে কালো টাকা আসা নিয়েও চাপ বাড়াতে শুরু করল তারা। বিরোধীদের দাবি, যে বিদেশি লগ্নি নিয়ে মোদী সরকারের এত গর্ব আর প্রচার, আসলে তার মাধ্যমে নাকি বিদেশে গচ্ছিত কালো টাকা ঘুরপথে ফিরে আসছে দেশে!

Advertisement

এই অভিযোগ তোলার জন্য এ দিন আরও পোক্ত অস্ত্র পেয়েছে তারা। কেন্দ্রের তথ্য অনুযায়ী, কর ফাঁকির স্বর্গরাজ্য বলে পরিচিত কেম্যান আইল্যান্ড থেকে ভারতে আসা লগ্নির অঙ্ক এক বছরে বেড়েছে ১৬০০%! ২০১৬-১৭ সালে সেখান থেকে ৭.১০ কোটি ডলার লগ্নি এসেছিল। ২০১৭-১৮ সালে তা ১৩০ কোটি ডলার ছাপিয়ে গিয়েছে।

কংগ্রেসের অভিযোগ, হতেই পারে যে, কেম্যান আইল্যান্ডের মতো কর ফাঁকির স্বর্গরাজ্য থেকে টাকা সুইস ব্যাঙ্কে যাচ্ছে। আবার হয়তো সুইস ব্যাঙ্কে রাখা কালো টাকাই সাদা হয়ে বিদেশি লগ্নি হিসেবে ফিরছে দেশে।

Advertisement

কেম্যান আইল্যান্ডের জিডিপি ২৫০ কোটি ডলার। সেখান থেকে এক বছরে লগ্নি আসছে ১৩০ কোটি ডলার। বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ীই যা কি না জার্মানি, হংকং, সংযুক্ত আরব আমিরশাহি থেকে আসা লগ্নির থেকে বেশি! অনেকের প্রশ্ন, কেউ সেখানে ভুয়ো সংস্থা খুলে কালো টাকা সাদা করছে না তো?

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির কথায়, ‘‘এই সরকার বন্ধুদের সাহায্য করতে ব্যস্ত। মোদীর বন্ধুদের লুঠ করতে দেখছি।’’ কালো টাকাই বিদেশি লগ্নির নামে সাদা হয়ে আসছে কি না, তা খতিয়ে দেখতে বলছেন স্বদেশি জাগরণ মঞ্চের অশ্বিনী মহাজনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন