এয়ার ইন্ডিয়া

এ বার অবসরের পথে পুরনো এ৩২০

আকাশে এখনও তাদের সংখ্যা ২৪। নয় নয় করে প্রায় ২৪ বছরের পুরনো ওই সব এয়ারবাস ৩২০ বিমান। এ বার দফায় দফায় সেগুলিকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৬ ০৩:০১
Share:

নজরে নতুন এয়ারবাস ৩২০ নিও।

আকাশে এখনও তাদের সংখ্যা ২৪। নয় নয় করে প্রায় ২৪ বছরের পুরনো ওই সব এয়ারবাস ৩২০ বিমান। এ বার দফায় দফায় সেগুলিকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

আর ঠিক সেই কারণেই নতুন প্রজন্মের এয়ারবাস ৩২০ নিও বিমান নিয়ে আসছে তারা। নতুন এই বিমানগুলির মধ্যে ১৪৮টি সাধারণ শ্রেণির আসনের পাশাপাশি ১২টি বিজনেস শ্রেণির আসনও থাকবে বলে সংস্থা জানিয়েছে। সংস্থার যুক্তি, বিজনেস শ্রেণিতে যাত্রী সংখ্যা বাড়ছে।

এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার কাছে মোট ৬৬টি এয়ারবাস রয়েছে। যার মধ্যে ২৪টিই পুরনো
এ ৩২০ বিমান। ১৯৯২ সাল থেকে ২-৩ বছরের মধ্যে এই বিমানগুলিকে নিয়ে আসা হয়েছিল। কিছু বিমান সরাসরি কিনেছিল এয়ার ইন্ডিয়া। বাকি বিমানগুলি লিজ-এ নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, নতুন নিও বিমান আসতে শুরু করলেই লিজ নেওয়া পুরনো বিমানগুলি ফিরিয়ে দেওয়া হবে। নিজেদের মালিকানায় থাকা বিমান বিক্রিরও চেষ্টা করা হবে। এয়ার ইন্ডিয়ার কাছে বাকি যে ২০টি এয়ারবাস ৩২১ এবং ২২ টি এয়ারবাস ৩১৯ বিমান রয়েছে, সেগুলি তুলনায় অনেক নতুন।

Advertisement

সংস্থা জানিয়েছে, এ বার ১৪টি নতুন নিও বিমান অর্ডার দেওয়া হয়েছে। এগুলি কুয়েতের এক সংস্থার কাছ থেকে লিজ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। আশা করা হচ্ছে সামনের বছরের গোড়া থেকে বিমানগুলি তাদের হাতে আসবে। এখন ভারতের আকাশে এই নিও বিমান চালাচ্ছে ইন্ডিগো। জানা গিয়েছে, আগের এয়ারবাসের তুলনায় এই বিমানগুলি দূষণ কম ছড়ায়। জ্বালানিও অনেক কম লাগে। তাই, সেগুলি চালিয়ে আখেরে লাভবান হবে বিমান সংস্থাগুলিই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement