Mobile and Tablet

মোবাইল বা ট্যাবলেট কি সারানোর যোগ্য? আগে থেকে জানানোর সুপারিশ করল কেন্দ্রীয় কমিটি

মোবাইল এবং ট্যাবলেট সারানোর যোগ্য কি না (রিপেয়ারিবিলিটি), তা আগে থেকেই বাধ্যতামূলক ভাবে জানানোর জন্য সংস্থাগুলিকে নির্দেশ দেওয়ার সুপারিশ করল কেন্দ্রের তৈরি কমিটি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ০৭:৪৮
Share:

স্মার্ট ফোনের জমানায় অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ক্রেতাকে। —প্রতীকী চিত্র।

পিছন দিকের ঢাকনা ভেঙে যাওয়া থেকে ব্যাটারির সমস্যা, স্মার্ট ফোনের জমানায় অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের সম্মুখীন হতে হয় ক্রেতাকে। অথচ বেশির ভাগ ক্ষেত্রেই এই সমস্ত ত্রুটি ঠিকমতো সারানোর উপায় থাকে না। যে কারণে বহু সময়ে নতুন করে তা কিনতে হয়। ফলে খরচ বাড়ে ক্রেতার, তৈরি হয় বৈদ্যুতিন বর্জ্য। এই পরিস্থিতিতে তাই মোবাইল এবং ট্যাবলেট সারানোর যোগ্য কি না (রিপেয়ারিবিলিটি), তা আগে থেকেই বাধ্যতামূলক ভাবে জানানোর জন্য সংস্থাগুলিকে নির্দেশ দেওয়ার সুপারিশ করল কেন্দ্রের তৈরি কমিটি। সম্প্রতি বিষয়টি নিয়ে ক্রেতাসুরক্ষা সচিব নিধি খারের কাছে রিপোর্ট জমা দিয়েছে তারা। মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

বর্তমানে ফ্রিজ-টিভির মতো ভোগ্যপণ্যে যেমন বিদ্যুতের খরচের হিসাব কষে ‘স্টার রেটিং’ দেওয়া হয়, কিছুটা সেই ঢঙেই সংস্থাগুলি যাতে ফোন, ট্যাবলেটের মতো যন্ত্র সারানোর যোগ্যতার রেটিং-এর সূচক আনার সুপারিশ করেছে ক্রেতাসুরক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিব ভরত খেরার নেতৃত্বাধীন ওই কমিটি। বলা হয়েছে বাক্সের উপরে, অনলাইনে এবং বিপণিতে তা স্পষ্ট করে জানানোর কথা। কমিটির দাবি, এতে ক্রেতাও বুঝেশুনে পণ্য কিনতে পারবেন। নিতে পারবেন সারানোর সিদ্ধান্ত।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন