আধার ব্যাঙ্কে আবশ্যিক, স্পষ্ট করল আরবিআই

অ্যান্টি মানি লন্ডারিং বা কালো টাকা প্রতিরোধ আইন অনুযায়ী ৫০ হাজার টাকার বেশি ব্যাঙ্কে লেনদেনের ক্ষেত্রে আধার কার্ডের তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক। তাই রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মতো শুধু ওই সব ক্ষেত্রেই আধার নম্বর কাজে লাগানো হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ০২:৫৪
Share:

ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরকে যুক্ত করা বাধ্যতামূলক বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে খাতায়-কলমে তাদের বয়ান, কালো টাকা প্রতিরোধ আইন অনুযায়ী ‘প্রযোজ্য ক্ষেত্রে’ই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক। তবে ব্যাঙ্কিং শিল্পের মতে কার্যত সব অ্যাকাউন্টেই তা দাখিল করতে হবে।

Advertisement

অ্যান্টি মানি লন্ডারিং বা কালো টাকা প্রতিরোধ আইন অনুযায়ী ৫০ হাজার টাকার বেশি ব্যাঙ্কে লেনদেনের ক্ষেত্রে আধার কার্ডের তথ্য নথিভুক্ত করা বাধ্যতামূলক। তাই রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মতো শুধু ওই সব ক্ষেত্রেই আধার নম্বর কাজে লাগানো হবে।

তবে ব্যাঙ্কগুলি অবশ্য সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রেই আধার কার্ড যুক্ত করার জন্য গ্রাহকদের নির্দেশ দিয়েছে। কেন বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই ধরনের নির্দেশ দিলেন?

Advertisement

এক উচ্চপদস্থ ব্যাঙ্ক কর্তা জানান, ‘‘সব অ্যাকাউন্টেই যে-কোনও সময়ে ৫০ হাজার টাকার বেশি লেনদেন হতে পারে। তাই আমরা আগে থেকেই সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করার কথা বলছি। যদিও ঢালাও ভাবে সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে আধার যুক্ত করার কথা রিজার্ভ ব্যাঙ্ক কখনও বলেনি।’’

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত খবরে বলা হয় যে, তথ্যের অধিকার আইনের সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক কোনও নির্দেশ দেয়নি। ওই খবরের জেরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করার ব্যাপারে ধন্দের সৃষ্টি হয় সাধারণ মানুষের মনে। তা কাটাতেই শনিবার বিজ্ঞপ্তি জারি করল
রিজার্ভ ব্যাঙ্ক।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই সব গ্রাহককে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করতে বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। না-হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও আগাম সতর্কতা জারি করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই এ দিন বিষয়টি স্পষ্ট করল শীর্ষ ব্যঙ্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন