করের বোঝা কমাবে জিএসটি, দাবি উর্জিতের

প্রসঙ্গত, আগামী ১ জুলাই থেকে সারা দেশে পণ্য-পরিষেবা কর চালু করার কথা কেন্দ্রের। এ দিন পটেলের দাবি, পরবর্তী পর্যায়ে দেশকে কম করের জমানায় ঢুকে পড়ার রাস্তাও গড়ে দেবে এই কর। এবং সেই সঙ্গে বাড়াবে রাজ্যের মধ্যে ও বাইরে পণ্য লেনদেনের দক্ষতা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ১৩:৪০
Share:

পণ্য-পরিষেবা কর (জিএসটি) শুধুমাত্র দেশ জুড়ে একটি জাতীয় বাজারের জন্ম দেবে না। সেই সঙ্গে কর আদায়ের ভিত্তিকে আরও প্রসারিত করে দীর্ঘ মেয়াদে সার্বিক করের বোঝাও কমাবে। বৃহস্পতিবার নতুন কর ব্যবস্থা সম্পর্কে এই বার্তাই দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেল। এক বণিকসভার অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘‘দেশ যে ডিজিটাল বিপ্লবের মধ্যে দিয়ে এগোচ্ছে, তার অঙ্গ জিএসটি। এটি কর সংক্রান্ত তথ্য সংগ্রহ ও কর্মকাণ্ডের প্রক্রিয়াগত সংস্কারের সঙ্গে মিলে কর আদায়ের রাস্তাকে চওড়া করার ক্ষমতা রাখে।’’

Advertisement

প্রসঙ্গত, আগামী ১ জুলাই থেকে সারা দেশে পণ্য-পরিষেবা কর চালু করার কথা কেন্দ্রের। এ দিন পটেলের দাবি, পরবর্তী পর্যায়ে দেশকে কম করের জমানায় ঢুকে পড়ার রাস্তাও গড়ে দেবে এই কর। এবং সেই সঙ্গে বাড়াবে রাজ্যের মধ্যে ও বাইরে পণ্য লেনদেনের দক্ষতা।

এ দিকে, জিএসটি চালুর ব্যাপারে সহিযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এই দিনই দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রস্তাব পাশ হয় কেন্দ্রীয় মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পরে এক সরকারি বিবৃতি জারি করে বলা হয়, স্বাধীনতার পরে হতে চলা এই বৃহত্তম কর সংস্কার এক দিকে ব্যবসা করার রাস্তা অনেকখানি সহজ করে দেবে। অন্য দিকে তা সার্বিক ভাবে করের বোঝা কমাবে সাধারণ মানুষের ঘাড় থেকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন