Adani Group

Adani Group: আদানিরা স্বাস্থ্যে, লক্ষ্য কি এইচএলএল

রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা এইচএলএল লাইফকেয়ার-কে বেসরকারি সংস্থার কাছে বেচবে কেন্দ্র। সূত্রের দাবি, এটি কেনার দৌড়ে রয়েছে আদানিরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ মে ২০২২ ০৭:৫১
Share:

ফাইল চিত্র।

সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং জ্বালানির মতো ব্যবসা ছিলই। সম্প্রতি অপ্রচলিত শক্তি এবং সিমেন্টেও পা রেখেছে আদানি গোষ্ঠী। এ বার কর্ণধার গৌতম আদানির বাজি স্বাস্থ্য পরিষেবা। গড়েছেন আদানি হেল্‌থ ভেঞ্চার্স (এএইচভিএল)। বাজারে জল্পনা, বড় হাসপাতাল, রোগ পরীক্ষা কেন্দ্র কিংবা সাধারণ অথবা ডিজিটাল ওষুধের দোকান কিনতে পারেন তিনি। কিছু বড় সংস্থার সঙ্গে কথাও চলছে। লগ্নি করতে পারে ৪০০ কোটি ডলার (প্রায় ৩১,১০০ কোটি টাকা) পর্যন্ত।

Advertisement

রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা এইচএলএল লাইফকেয়ার-কে বেসরকারি সংস্থার কাছে বেচবে কেন্দ্র। সূত্রের দাবি, এটি কেনার দৌড়ে রয়েছে আদানিরা। একাংশের প্রশ্ন, তা হলে কি এইচএলএলের জন্যই এই তোড়জোড়? সরকারি মহল অবশ্য জানাচ্ছে, সাতটি দরপত্র জমা পড়েছে।

হালে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় অনলাইন ওষুধের দোকান নেটমেডস-এর সিংহভাগ অংশীদারি কিনেছে। টাটারা পা রেখেছে সেই ব্যবসায়। আদানি এন্টারপ্রাইজ়েস নিয়ন্ত্রককে জানিয়েছে, এএইচভিএল স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ব্যবসা চালাবে। চিকিৎসা, রোগ নির্ণয় কেন্দ্র, স্বাস্থ্য-প্রযুক্তি ভিত্তিক সুবিধা, পরিষেবা, গবেষণা কেন্দ্রও থাকতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন