এয়ার ইন্ডিয়া টিকিয়ে রাখা নিয়ে প্রশ্ন সুব্রহ্মণ্যনের

ঋণের বোঝায় জেরবার এয়ার ইন্ডিয়া ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় নামলেও, এ বার তার অস্তিত্বের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ সরকারি কর্তাই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৭ ০২:৩৯
Share:

ঋণের বোঝায় জেরবার এয়ার ইন্ডিয়া ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় নামলেও, এ বার তার অস্তিত্বের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ সরকারি কর্তাই।

Advertisement

বৃহস্পতিবার কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যন প্রশ্ন তুলেছেন, এয়ার ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার আদৌ টিকে থাকা উচিত কি না, তা নিয়েই। যদিও বর্তমানে কেন্দ্রের ত্রাণ প্রকল্প নির্ভর সংস্থাটির আর্থিক পরিস্থিতি যে আগের তুলনায় ভাল, সেটাও জানান তিনি। সুব্রহ্মণ্যনের দাবি, বেসরকারি বিমান সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় যুঝতে গিয়েই এয়ার ইন্ডিয়ার দক্ষতা কিছুটা বেড়েছে। গত অর্থবর্ষে ইতিমধ্যেই তারা ১০৫ কোটি টাকার কার্যকরী লাভ দেখেছে।

তাদের জন্য কেন্দ্রের ৩০,২৩১ কোটি টাকার ত্রাণ প্রকল্পের আওতায় ১,৮০০ কোটি বরাদ্দ হয়েছে বাজেটে। আর এই পরিপ্রেক্ষিতেই সুব্রহ্মণ্যনের মন্তব্য, ‘‘ইন্ডিগো ও জেট এয়ার অনেকটাই আলাদা এয়ার ইন্ডিয়ার থেকে। তবে ওই দুই সংস্থার পাশে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির আদপে টিকে থাকা উচিত কি না, সেটা অন্য প্রশ্ন, যেটার মধ্যে এখন ঢুকতে চাই না।’’ প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার ৫১% শেয়ার মোদী সরকার বিক্রি করছে বলে জল্পনা থাকলেও তা অস্বীকার করেছে কেন্দ্র।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন