নেট বাজার সরগরম বিক্রির জল্পনায়

এ দিন সংবাদ মাধ্যমের খবর, আগামী দিনে ভারতের সম্ভাবনাময় নেট বাজারে ব্যবসার ভিত আরও পোক্ত করতে ফ্লিপকার্টকে কেনার জন্য দর দিতে পারে অ্যামাজন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি ও বেঙ্গালুরু শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০২:৪০
Share:

প্রতীকী ছবি।

ভারতে দ্রুত বাড়তে থাকা নেট বাজার কব্জা করার লক্ষ্যে তারা কেউ কাউকে এক এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। কিন্তু বরাবরের প্রতিদ্বন্দ্বিতার সেই গল্প বুধবার নতুন মোড় নিল যখন দাবানলের মতো ছড়াল জল্পনা— এ দেশের ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টকে কিনে নিতে দর দিতে পারে আমেরিকার অ্যামাজন।

Advertisement

এ দিন সংবাদ মাধ্যমের খবর, আগামী দিনে ভারতের সম্ভাবনাময় নেট বাজারে ব্যবসার ভিত আরও পোক্ত করতে ফ্লিপকার্টকে কেনার জন্য দর দিতে পারে অ্যামাজন। তারা ইতিমধ্যে কথাও বলেছে সিংহভাগ অংশীদারি ঝুলিতে পুরতে।

তবে একই সঙ্গে ওই সূত্রের ইঙ্গিত, সংস্থাটি ফ্লিপকার্টের দিকে হাত বাড়ালেও, মূল টক্কর আসলে সে দেশেরই ইট-কাঠ-পাথরের দোকান চালানো খুচরো বিক্রেতা ওয়ালমার্টের সঙ্গে। যারা ভারতীয় ই-কমার্স সংস্থাটির প্রায় ৪০% অংশীদারি কিনতে কথা চালাচ্ছে। আলোচনা সফল হলে বিশ্বের বৃহত্তম এই খুচরো বিক্রেতা ঢুকে পড়বে নেট বাজারেও। বড়সড় চ্যালেঞ্জ ছুড়বে অ্যামাজনকে। যে কারণে সকলেই বলছেন, এ আসলে ভারতের অনলাইন কেনাকাটার দুনিয়ায় দুই মার্কিন সংস্থার কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই।

Advertisement

ফ্লিপকার্ট, অ্যামাজন, ওয়ালমার্ট কেউই মুখ খোলেনি এ নিয়ে। তবে সংবাদ মাধ্যম সূত্রের দাবি, ফ্লিপকার্ট ও অ্যামাজন, দু’পক্ষেরই যেহেতু ভারতের নেট বাজারে বড় মাপের দখল রয়েছে, তাই তাদের জোট হলে একচেটিয়া ব্যবসার আশঙ্কা রয়েছে। সে দিক থেকে আগামী দিনে ওয়ালমার্ট-ফ্লিপকার্ট চুক্তিই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন