লগ্নি টানছে ভারতীয় স্টার্ট-আপ

এ মাসের শেষে হায়দরাবাদে বসবে গ্লোবাল অন্ত্রেপ্রেনরশিপ সম্মেলন। অংশ নেবে আমেরিকার বিভিন্ন সংস্থা। সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে লগ্নি-সম্ভাবনা খতিয়ে দেখতে এখন থেকেই আলোচনায় বসেছে বিভিন্ন মার্কিন বিনিয়োগকারী সংস্থা, যাদের অন্যতম রকভিল-এর বায়োহেল্থ ইনোভেশন।

Advertisement

গার্গী গুহঠাকুরতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ০০:৪৫
Share:

ভারতে নতুন সংস্থার (স্টার্ট-আপ) ৩০% তৈরি হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্র ঘিরে। আর তাদের নজরে রেখেই ভারতের বাজার ধরতে ঝাঁপাচ্ছে মার্কিন উদ্যোগ-পুঁজি সংস্থা।

Advertisement

এ মাসের শেষে হায়দরাবাদে বসবে গ্লোবাল অন্ত্রেপ্রেনরশিপ সম্মেলন। অংশ নেবে আমেরিকার বিভিন্ন সংস্থা। সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে লগ্নি-সম্ভাবনা খতিয়ে দেখতে এখন থেকেই আলোচনায় বসেছে বিভিন্ন মার্কিন বিনিয়োগকারী সংস্থা, যাদের অন্যতম রকভিল-এর বায়োহেল্থ ইনোভেশন।

সংস্থার সিইও রিচার্ড বেনডিস জানান, ন্যাশনাল ইনস্টিটিউট অব হেল্‌থের মাধ্যমে শুধু গবেষণার জন্য ২৫০ কোটি ডলার দেয় সরকার। সেই সরকারি পুঁজির সঙ্গে এ বার বেসরকারি লগ্নির গন্তব্যও স্বাস্থ্য ক্ষেত্র।
আর সে জন্য তাঁদের পছন্দ ভারত। যে-কারণে অনাবাসী ভারতীয় রাজেশ রাইয়ের সঙ্গে জোট বেঁধে দেশে পা রাখতে চলেছে বায়োহেল্‌থ।

Advertisement

ভারতকে বেছে নেওয়ার পথে হাঁটছে স্বাস্থ্য ক্ষেত্রের বিভিন্ন গবেষণা সংস্থাও। বিভিন্ন পণ্য বাজারে আনার কথা জানিয়েছেন ইনবায়োমেডের কর্তা অশীন কার্তিকেয়ন। ইতিমধ্যেই সেগুলির জন্য কয়েকটি হাসপাতালের সঙ্গে কথা চলছে বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement