মাল্যকে সরকারি ভাবে অভিযুক্ত ঘোষণার আর্জি

কালো টাকা প্রতিরোধ আইনের আওতায় মুম্বইয়ের বিশেষ আদালত বিজয় মাল্যের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আগেই। এ বার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চাইছে তাঁর বিরুদ্ধে চলা তহবিল নয়ছয় সংক্রান্ত মামলায় কিংগ্‌ফিশার কর্তাকে সরকারি ভাবে অভিযুক্ত ঘোষণা করা হোক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০১৬ ০৯:০৮
Share:

কালো টাকা প্রতিরোধ আইনের আওতায় মুম্বইয়ের বিশেষ আদালত বিজয় মাল্যের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আগেই। এ বার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) চাইছে তাঁর বিরুদ্ধে চলা তহবিল নয়ছয় সংক্রান্ত মামলায় কিংগ্‌ফিশার কর্তাকে সরকারি ভাবে অভিযুক্ত ঘোষণা করা হোক। কারণ, ফৌজদারী মামলায় একজনকে তখনই এ রকম অভিযুক্তের তকমা দেওয়া যায়, যখন আদালতের কাছে এটা বিশ্বাস করার কারণ থাকে যে, যার বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সে ফেরার বা লুকিয়ে রয়েছে। যে কারণে ওই পরোয়ানা কার্যকর করা যাচ্ছে না।

Advertisement

এই আর্জি নিয়ে শুক্রবারই মুম্বইয়ের ওই বিশেষ আদালতে গিয়েছে ইডি। আবেদন জানিয়েছে, ফৌজদারি কার্যবিধির ৮২ নম্বর ধারায় নির্দেশ জারির। যে ধারায় ওই ঘোষণা লিখিত ভাবে প্রকাশ করতে পারে আদালত। এবং সেখানে নির্দিষ্ট দিনের মধ্যে নির্দিষ্ট জায়গায় ও সময়ে অভিযুক্তকে হাজির হতে বলা হয়। ইডি সূত্রের দাবি, মাল্য সেই নির্দেশ না মানলে ফৌজদারি কার্যবিধির ৮৩ নম্বর ধারা কার্যকরের আবেদনও করা যাবে। যার হাত ধরে ফেরার ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়।

প্রসঙ্গত, আইডিবিআই ব্যাঙ্ক থেকে কিংগ্‌ফিশারের ধার নেওয়া ৯০০ কোটি টাকার একাংশ বেআইনি ভাবে সরানো এবং আরও কিছু আর্থিক অনিয়মের অভিযোগেই মাল্যের বিরুদ্ধে এই তদন্তে নেমেছে ইডি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন