ঘোষণা কুকের প্রথম ভারত সফরে

অ্যাপ তৈরির কেন্দ্র গড়বে অ্যাপল

গায়ে হালকা নীল শার্ট। গলায় জড়ানো সংস্কৃত শ্লোক লেখা উত্তরীয়। বুধবার অ্যাপলের চিফ এগ্‌জিকিউটিভ টিম কুকের প্রথম ভারত সফর শুরুই হল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন দিয়ে। সঙ্গী রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানী। দুপুরের খাওয়াও মুকেশের বাড়িতেই সারেন। দিনের শেষটা অবশ্য হল বান্দ্রায়। শাহরুখ খানের আরব সাগরমুখী বাংলো মন্নত-এ। কুকের সম্মানে দেওয়া ওই নৈশভোজে হাজির হতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকেও।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০৩:১৬
Share:

অনন্ত অম্বানী ও টিম কুক। মুম্বইয়ে। ছবি: পিটিআই।

গায়ে হালকা নীল শার্ট। গলায় জড়ানো সংস্কৃত শ্লোক লেখা উত্তরীয়। বুধবার অ্যাপলের চিফ এগ্‌জিকিউটিভ টিম কুকের প্রথম ভারত সফর শুরুই হল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন দিয়ে। সঙ্গী রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানীর ছেলে অনন্ত অম্বানী। দুপুরের খাওয়াও মুকেশের বাড়িতেই সারেন। দিনের শেষটা অবশ্য হল বান্দ্রায়। শাহরুখ খানের আরব সাগরমুখী বাংলো মন্নত-এ। কুকের সম্মানে দেওয়া ওই নৈশভোজে হাজির হতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকেও।

Advertisement

চিন সফর শেষে মঙ্গলবার রাতেই মুম্বইয়ের মাটি ছোঁয় অ্যাপল-কর্তার ব্যক্তিগত বিমান। বুধবার দিনের শুরুতেই যান মন্দিরে। যা দেখে অনেকেই এ দিন ফিরে গিয়েছেন চার দশক আগের সেই সময়টায়, যখন এ দেশে এসে অ্যাপলের জন্মদাতা স্টিভ জোবসকেও মজতে দেখা গিয়েছিল ভারতীয় অধ্যাত্মবাদে।

চার দিনের এই সফরে কুকের মনোবাঞ্ছা একটাই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজারে সংস্থার ব্যবসা বাড়ানোর বীজ পুঁতে যাওয়া। যার জমি তৈরি করতে সফরের প্রথম দিনেই ভারতে লগ্নির কথা ঘোষণা করল অ্যাপল। জানাল, তথ্যপ্রযুক্তির পীঠস্থান বেঙ্গালুরুতে সফটওয়্যার গবেষণা কেন্দ্র গড়ার কথা। লক্ষ্য, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে অ্যাপ তৈরির কাজ করা স্টার্ট আপ ও ডেভেলপার সংস্থাগুলিকে সাহায্য করা। কুকের দাবি, ‘‘বিশ্বের যে সব দেশে আইওএস নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসায়িক কাজকর্ম হয়, তার মধ্যে ভারত অন্যতম। এই কেন্দ্র খুলে আমরা সেই সব প্রযুক্তির জোগান দেব, যা অ্যাপ প্রস্তুতকারকদের কাজে লাগবে।’’

Advertisement

উল্লেখ্য, অ্যাপলের আই ফোন, আই প্যাড-সহ সমস্ত পণ্যই আইওএস সফটওয়্যারের (অপারেটিং সিস্টেম) মাধ্যমে চলে।

সংশ্লিষ্ট মহল অবশ্য বলছে, এটা সবে শুরু। প্রযুক্তিপ্রেমীদের উত্তেজনার পারদ চড়িয়ে আগামী ক’দিনে ভারতের ঝুলিতে ঢুকতে পারে অ্যাপলের আরও অনেক প্রতিশ্রুতি। খোদ অ্যাপল-কর্তার হাত ধরে। বিশেষত এই মুহূর্তে ইউরোপ, আমেরিকা, চিনের মতো বড় বাজারগুলিতে যেখানে প্রথম বারের জন্য মার খাচ্ছে আই ফোন বিক্রি। অথচ ভারতে শুধু চলতি বছরের প্রথম তিন মাসেই বিক্রি বেড়েছে ৫৬%। তাই দুর্যোগ সামাল দিতে ভারতের মতো নতুন সম্ভাবনাময় বাজারেই অ্যাপলের বাড়তি নজর। উপস্থিতি জোরালো করতে মরিয়া প্রথম বিপণি খুলতে।

কুক এসেছেন মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। বৈঠক হবে শনিবার। যেখানে এ দেশে মার্কিন সংস্থাটির ফোন তৈরি এবং এ দেশের বিপুল ও সম্ভাবনাময় প্রযুক্তি-বাজার সম্পর্কে কথা হতে পারে বলে সূত্রের ইঙ্গিত। বুধবার তিনি দেখা করেছেন টাটা গোষ্ঠীর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি, টিসিএস-কর্তা এন চন্দ্রশেখরন, ভোডাফোন সিইও সুনীল সুদ ও আইসিআইসিআই ব্যাঙ্কের প্রধান ছন্দা কোছরের সঙ্গে। বৃহস্পতিবার যাবেন হায়দরাবাদে অ্যাপলের ম্যাপিং কেন্দ্র উদ্বোধন করতে।

এ দিন বেঙ্গালুরুর অ্যাপ কেন্দ্র গড়তে লগ্নির পরিমাণ জানায়নি অ্যাপল। শুধু বলেছে, আইওএস ভিত্তিক অ্যাপের নকশা ও উদ্ভাবনের জন্য ২০১৭ সালের শুরুতেই খুলে যাবে ওই কেন্দ্র। সংস্থার বিশেষ একটি দল প্রস্তুতকারকদের সাহায্য করবে। যার মধ্যে থাকবে দক্ষতা বাড়ানো, অ্যাপের মান উন্নত করতে প্রযুক্তিগত পরামর্শ দেওয়া ইত্যাদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন