অ্যাপলকে বকেয়া কর জমার নির্দেশ

অ্যাপলকে ১,৩০০ কোটি ইউরো (প্রায় ৯৭,৫০০ কোটি টাকা) বকেয়া কর জমা দিতে নির্দেশ দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার এক রায়ে ইউরোপীয় কমিশন জানিয়েছে, আয়ারল্যান্ডের সঙ্গে করা চুক্তির সুবিধা নিয়ে গত কয়েক বছরে বিপুল কর ফাঁকি দিয়েছে অ্যাপল।

Advertisement

সংবাদ সংস্থা

ব্রাসেলস শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০২:০৪
Share:

অ্যাপলকে ১,৩০০ কোটি ইউরো (প্রায় ৯৭,৫০০ কোটি টাকা) বকেয়া কর জমা দিতে নির্দেশ দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার এক রায়ে ইউরোপীয় কমিশন জানিয়েছে, আয়ারল্যান্ডের সঙ্গে করা চুক্তির সুবিধা নিয়ে গত কয়েক বছরে বিপুল কর ফাঁকি দিয়েছে অ্যাপল। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে অ্যাপল ও আয়ারল্যান্ড সরকার। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে তারা।

Advertisement

বিদেশি লগ্নি টানতে বহু দিন ধরেই কোম্পানি করে বিপুল সুবিধা দেয় আয়ারল্যান্ড। সেই প্রসঙ্গে এ দিনের রায়ে কমিশনের দাবি, ইইউয়ের অধীনে থাকা কোনও দেশ এ ভাবে একটি সংস্থাকে ছাড় দিতে পারে না।

উল্লেখ্য, কয়েক বছর ধরেই অ্যাপল, অ্যামাজনের মতো মার্কিন সংস্থার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের তদন্ত করছে ইইউ। এর বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে আমেরিকা। তাদের দাবি, এতে বিদেশ থেকে সংস্থাগুলির আয়ের উপর যে-কর চাপানোর কথা তারা ভাবছিল, তা ধাক্কা খাবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন