চিনে ট্যাক্সি অ্যাপে লগ্নি অ্যাপলের

চিনের ট্যাক্সি পরিষেবা অ্যাপ দিদি চুজিং-এ ১০০ কোটি ডলার (প্রায় ৬,৭০০ কোটি টাকা) লগ্নি করল অ্যাপল। চার বছর আগে তৈরি হওয়া ট্যাক্সি পরিষেবা অ্যাপটিতে এটি এখনও পর্যন্ত বৃহত্তম লগ্নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ০৫:৩১
Share:

চিনের ট্যাক্সি পরিষেবা অ্যাপ দিদি চুজিং-এ ১০০ কোটি ডলার (প্রায় ৬,৭০০ কোটি টাকা) লগ্নি করল অ্যাপল। চার বছর আগে তৈরি হওয়া ট্যাক্সি পরিষেবা অ্যাপটিতে এটি এখনও পর্যন্ত বৃহত্তম লগ্নি। এর আগে এতে টাকা ঢেলেছে আলিবাবা, টেন্সেন্ট-এর মতো সংস্থা। উল্লেখ্য, দিদি পাল্লা দেয় মার্কিন ট্যাক্সি পরিষেবা অ্যাপ উবেরের সঙ্গে। অ্যাপের মাধ্যমে ট্যাক্সি পরিষেবার বাজারের সিংহভাগও রয়েছে তাদের হাতে। বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই ভবিষ্যতের গাড়ি তৈরির জন্য পরীক্ষা শুরু করেছে অ্যাপল। পাশাপাশি, চিনের বাজারে তাদের আই ফোনের বিক্রি কমেছে এই প্রথম। কিন্তু নিজেদের ব্যবসা বাড়ানোর হাতিয়ার হিসেবে চিনকে হাতছাড়া করতে নারাজ অ্যাপল। তাই অন্য ভাবে সেখানে পা রাখতে চাইছে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি। তাই এখন থেকেই কোমর বাঁধছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement