প্রতীকী ছবি।
নতুন সিরিজের আইফোন বাজারে আনতে না আনতেই শেয়ার বাজারে বড় ধাক্কা খেল অ্যাপ্ল। কয়েক মিনিটে ৬,০৫৫ কোটি ডলার হারিয়েছে ওই মার্কিন টেক জায়ান্ট। ভারতীয় মুদ্রায় যেটা প্রায় ৫.৩৪ লক্ষ কোটি টাকা! মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর আইফোন এয়ার এবং ১৭ সিরিজ়ের আইফোনের পাশাপাশি স্মার্টঘড়ির নতুন সিরিজ় ও এয়ারপড্স প্রো থ্রি বাজারে আনে অ্যাপ্ল। কিন্তু, তার পরেই হু-হু করে পড়তে থাকে মার্কিন টেক জায়ান্ট সংস্থাটির স্টকের সূচক।
নতুন আইফোন বাজারে আসার পর যে ভাবে কয়েক মিনিটে বিপুল টাকা উড়ে গিয়েছে, তাতে হ্রাস পেয়েছে অ্যাপ্লের বাজারমূল্য। এত দিন পর্যন্ত সেটা ছিল ৩.৫৩ লক্ষ কোটি ডলার। কিন্তু সেটা ৩.৪৬ লক্ষ কোটি ডলারে নেমে এসেছে। মার্কিন টেক জায়ান্টটির শেয়ারের দামে ১.৭ শতাংশের পতন দেখতে পাওয়া গিয়েছে। সেটা প্রায় ২৩৪ ডলার।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, চলতি বছরে এখনও পর্যন্ত নিম্নমুখী রয়েছে অ্যাপ্লের স্টকের দর। এর সূচক ৬.৫ শতাংশ নেমেছে, যা মার্কিন টেক জায়ান্টটিকে একেবারেই স্বস্তিতে রাখেনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে নতুন সিরিজ়ের আইফোন বাজারে আনার পর এই একই সমস্যার মুখে পড়েছিল অ্যাপ্ল।
ওই সময়ে নতুন ফোনগুলি বাজারে আনার সঙ্গে সঙ্গেই মার্কিন টেক জায়ান্টির স্টকের দর পড়ে যায় ১.৭৯ শতাংশ। ফলে তা ২১৯.৮৪ ডলারে নেমে গিয়েছিল। ফলে একদিনে সংশ্লিষ্ট সংস্থাটির লোকসানের পরিমাণ দাঁড়ায় ১,৩০০ কোটি ডলার। পরে অবশ্য সেখান থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল অ্যাপ্ল।
এ বারে নতুন সিরিজ়ের আইফোনগুলি ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বাজারে বিক্রি হবে বলে জানা গিয়েছে। দাম ১.২৯ লক্ষ থেকে ১.৪৯ লক্ষ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার করতে পারবেন এ দেশের ক্রেতারা। দাম বেশি হওয়ার কারণেই কি অ্যাপ্লের শেয়ারদরে দেখা গিয়েছে পতন? উঠছে প্রশ্ন।