শেয়ার ছাড়তে সায় এনএসই পর্ষদের

বাজারে প্রথম বার শেয়ার ছাড়তে পরিচালন পর্ষদের সায় পেল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। তবে কত শেয়ার ছাড়া হবে বা কবে, তা তারা জানায়নি। এনএসই কর্তৃপক্ষ জানান, শেয়ার ভারত ও বিদেশের বাজারে নথিভুক্ত হবে। তবে নতুন শেয়ারের ব্যবস্থা করা হবে না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৬ ০২:৪৮
Share:

বাজারে প্রথম বার শেয়ার ছাড়তে পরিচালন পর্ষদের সায় পেল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। তবে কত শেয়ার ছাড়া হবে বা কবে, তা তারা জানায়নি।

Advertisement

এনএসই কর্তৃপক্ষ জানান, শেয়ার ভারত ও বিদেশের বাজারে নথিভুক্ত হবে। তবে নতুন শেয়ারের ব্যবস্থা করা হবে না। বর্তমান শেয়ারহোল্ডাররাই শেয়ার বিক্রি করবেন। সম্প্রতি এনএসই প্রতি ১০টি শেয়ারের জন্য একটি করে বোনাস শেয়ার দিয়েছে। এ ছাড়া মোট শেয়ারের সংখ্যা বাড়াতে শেয়ার ভাঙারও সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। ১০ টাকা মূল দামের শেয়ার ভেঙে মূল দাম করা হবে ১ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement