মাল্যর বিরুদ্ধে তোপ জেটলির

প্রাক্তন কিংফিশার কর্তা বিজয় মাল্যর বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর মতে, মাল্য শুধু নিজের ভাবমূর্তির ক্ষতি করেননি, দুর্নাম কুড়িয়েছেন দেশের শিল্পমহলের জন্যও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ০২:০৭
Share:

প্রাক্তন কিংফিশার কর্তা বিজয় মাল্যর বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর মতে, মাল্য শুধু নিজের ভাবমূর্তির ক্ষতি করেননি, দুর্নাম কুড়িয়েছেন দেশের শিল্পমহলের জন্যও। ধার শোধ না করেও মাল্যর বিলাসবহুল জীবনযাপনকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘এখন এ ভাবে ব্যক্তিগত সম্পত্তিকে ব্যবসা থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলে বিলাসে গা ভাসানো ঠিক নয়।’’ অবিলম্বে দেশে ফিরে মাল্যকে ধার শোধেরও পরামর্শ দিয়েছেন তিনি। এ দিকে, মাল্যর ঋণ সংক্রান্ত তদন্তে এ দিন আইডিবিআই ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি যোগেশ অগ্রবাল ও আরও দুই কর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement