Nirmala Sitharamn

ডেট ফান্ডে করছাড় বৃদ্ধির প্রস্তাব

সংশ্লিষ্ট মহলের দাবি, এখন একুইটি ফান্ড বেশি জনপ্রিয়। কারণ তাতে বেশি রিটার্নের সুযোগ থাকে। তবে লোকসানের ঝুঁকিও বেশি। তাই অনেকে এই পথ এড়িয়ে চলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ০৬:২৮
Share:

নির্মলা সীতারামনের

সাধারণ গ্রাহকদের ব্যাঙ্কের সুদ থেকে আয় এখন বছরে ৪০,০০০ টাকার বেশি হলে উৎসে কর (টিডিএস) কাটা হয়। মিউচুয়াল ফান্ডে মূলত ঋণপত্র নির্ভর (ডেট) প্রকল্পে টিডিএস কাটা শুরু হয় মুনাফা বছরে ৫০০০ টাকা ছাড়ালে। আসন্ন বাজেটে চোখ রেখে ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস অব ইন্ডিয়া (অ্যাম্ফি) ডেট ফান্ডগুলিতেও ব্যাঙ্ক সুদের মতো টিডিএস কাটার সুবিধা চালুর আর্জি জানিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। তাদের দাবি, এতে করছাড় পাওয়ার পরিসর বাড়ায় ওই সব প্রকল্পে উৎসাহ বাড়বে।

Advertisement

শনিবার কলকাতায় বণিকসভা ইন্ডিয়ান চেম্বারের এক অনুষ্ঠান শেষে অ্যাম্ফির সিইও এনএস ভেঙ্কটেশ বলেন, তাঁরা শেয়ার এবং বন্ডের (ঋণপত্র) বাজারকে আরও চাঙ্গা করে তোলার অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রীকে। যাতে সেগুলির উপর নির্ভরশীল ফান্ডগুলিও সাধারণ লগ্নিকারীদের বড় রিটার্ন দিতে পারে। তবে তাঁদের আর্জি মূলত ডেট ফান্ড নিয়েই। তাই অ্যামফির পেশ করা ১৫টি প্রস্তাবের মধ্যে অন্যতম ওই ফান্ডগুলিতে টিডিএসে বেশি ছাড়ের সুবিধা। সেই সঙ্গে একুইটি লিঙ্কড সেভিংস স্কিম (ইএলএসএস) বা ফান্ডের কর সাশ্রয়কারী শেয়ার ভিত্তিক জমা প্রকল্পের ধাঁচে ঋণপত্র বা বন্ড ভিত্তিক ফান্ডে জমা প্রকল্প চালু।

সংশ্লিষ্ট মহলের দাবি, এখন একুইটি ফান্ড বেশি জনপ্রিয়। কারণ তাতে বেশি রিটার্নের সুযোগ থাকে। তবে লোকসানের ঝুঁকিও বেশি। তাই অনেকে এই পথ এড়িয়ে চলেন। লোকসানের ঝুঁকি ঋণপত্র ভিত্তিক ফান্ডেও আছে, তবে তুলনায় কম। তাই তাদের মতে, অ্যাম্ফির প্রস্তাব মেনে নেওয়া হলে সেগুলির চাহিদা বাড়তে পারে। বিশেষত ইএলএসএসের মতো ডেট ফান্ড বাজারে এলে।

Advertisement

ভেঙ্কটেশ বলেন, “আমরা বলেছি, ঋণপত্র ভিত্তিক কর ছাড় প্রকল্পেও ইএলএসএসের মতো লগ্নি করার পরে নির্দিষ্ট সময় পর্যন্ত টাকা তুলতে না পারার শর্ত (লক-ইন) আরোপ হোক। ইএলএসএসে ৩ বছরের লক-ইন। ডেট ফান্ডে তা ৫ বছর করা যেতে পারে। এতে ওই টাকা পরিকাঠামো উন্নয়নে লগ্নি করতে সুবিধা হবে।’’

পেনশন প্রকল্প, প্রভিডেন্ট ফান্ড, বিমা তহবিলের টাকা ফান্ডগুলির পরিচালক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলির মাধ্যমে লগ্নির প্রস্তাবও দিয়েছে অ্যাম্ফি। ভেঙ্কটেশ বলেন, “এতে ফান্ড শিল্পের উন্নতি হবে। এখন পিএফ, বিমা বা পেনশন সংস্থাই তাদের তহবিল শেয়ার-বন্ডে লগ্নি করে। ফান্ডের মাধ্যমে করা হলে দক্ষ বিশেষজ্ঞের পরামর্শ মিলবে। গ্রাহকের আয় বৃদ্ধির সম্ভাবনা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন