গেমিংয়ের বাজার ধরতে উদ্যোগ

ভারতে ‘গেমিং’-এর বাজার ধরতে বিশেষ বিপণি খুলছে তাইওয়ানের সংস্থা আসুস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ০১:৪৬
Share:

ভারতে ‘গেমিং’-এর বাজার ধরতে বিশেষ বিপণি খুলছে তাইওয়ানের সংস্থা আসুস। ‘রিপাবলিক অব গেমস’ নামে এই বিপণি শুধু গেমিং-এর যন্ত্রপাতিই বিক্রি করবে। ভারতে আসুস-এর প্রধান পিটার চ্যাং জানান, কলকাতাতেই প্রথম চালু হচ্ছে এই বিপণি। পিটারের দাবি, ভারতে গেমিং সংক্রান্ত বাজারের ৩০% তাঁদের দখলে। এর পরে ভুবনেশ্বরেও চালু হবে এই বিপণি। সব মিলিয়ে চলতি বছরে ৫টি বিপণি খুলবে আসুস। দু’বছরে ভারতের ৫০% বাজার দখলে আনার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement