Vodafone Idea

ভি-র শেয়ার বেচল এটিসি

এ দিকে, ভি-র ৯৮.৭৪ লক্ষ শেয়ার ১৩.৪৭ টাকা দরে বিক্রি করেছে সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস মরিশাসও। তবে তারা ১২.৭ কোটি টাকা দরে কিনেছে ৪৯.১২ কোটি শেয়ার (০.৯৮%)। এ জন্য মোট লগ্নি করেছে ৬২৩.৮৮ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ০৮:৩৯
Share:

—প্রতীকী ছবি।

খোলা বাজারে ভোডাফোন আইডিয়ায় (ভি) নিজেদের পুরো অংশীদারি বিক্রি করে সংস্থাটি থেকে বেরিয়ে গেল এটিসি টেলিকম ইনফ্রাস্ট্রাকচার। শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, শেয়ার পিছু গড়ে ১২.৭৮ টাকা দরে টেলিকম সংস্থাটিতে ২.৮৭% অংশীদারিই বিক্রি করেছে এটিসি। ঘরে তুলেছে মোট ১৮৪০.৩২ কোটি টাকা। এটিসি ভোডাফোনের অন্যতম বৃহৎ পরিকাঠামো প্রদানকারী সংস্থা।

Advertisement

এ দিকে, ভি-র ৯৮.৭৪ লক্ষ শেয়ার ১৩.৪৭ টাকা দরে বিক্রি করেছে সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস মরিশাসও। তবে তারা ১২.৭ কোটি টাকা দরে কিনেছে ৪৯.১২ কোটি শেয়ার (০.৯৮%)। এ জন্য মোট লগ্নি করেছে ৬২৩.৮৮ কোটি টাকা।

উল্লেখ্য, এ সপ্তাহের শুরুতেই বাজারে ফের শেয়ার ছেড়ে ১৮,০০০ কোটি টাকা তোলার প্রক্রিয়া সম্পূর্ণ করেছে ভি। সংস্থার অন্যতম অংশীদার আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার দাবি, শেয়ার বেচে পাওয়া টাকা মূলধনী খাতে খরচ হবে। ওই খরচ বাড়লে সংস্থাটির গুরুত্বপূর্ণ বাজারগুলিতে সংযোগ এবং প্রযুক্তিগত উন্নতির পথ তৈরি হবে। সেটাই দৈনন্দিন কর্মকাণ্ডের দক্ষতা বাড়াবে এবং আর্থিক ভাবে তাদের উন্নতির রাস্তা চওড়া করবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন