ভারতে কিউ-৫ বিক্রি বন্ধ রাখছে অডি

এ বার দূষণ কেলেঙ্কারির জেরে দেশের বাজারে নিজেদের ‘কিউ-৫’ স্পোর্টস ইউটিলিটি ভেহিক্‌ল (এসইউভি) বিক্রি সাময়িক ভাবে বন্ধ রাখার কথা জানাল অডি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৬ ০২:৪৪
Share:

এ বার দূষণ কেলেঙ্কারির জেরে দেশের বাজারে নিজেদের ‘কিউ-৫’ স্পোর্টস ইউটিলিটি ভেহিক্‌ল (এসইউভি) বিক্রি সাময়িক ভাবে বন্ধ রাখার কথা জানাল অডি। সম্প্রতি ভারতে এআরএআইয়ের পরীক্ষায় তাদের ডিজেল চালিত কিউ-৫ গাড়িগুলিতে নির্ধারিত মাত্রার তুলনায় বেশি নাইট্রোজেন অক্সাইড নির্গমনের কথা সামনে এসেছে। তার পরেই ডিলারদের কাছ থেকে গাড়িগুলি ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ফোক্সভাগেন গোষ্ঠীর সংস্থাটি।

Advertisement

বুধবার অডি ইন্ডিয়ার মুখপাত্র জানান, এআরএআইয়ের পরীক্ষার কথা সামনে আসার পরেই সংস্থা এ নিয়ে পদক্ষেপ করেছে। ইতিমধ্যেই দূষণ কমানোর ব্যবস্থাও করা হয়েছে এসইউভিগুলিতে। যা পরীক্ষায় পাশ করেছে বলে অডির দাবি। আপাতত ফের তা বাজারে আনার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাদের মুখপাত্র। তবে ঠিক কত দিনের মাথায় সেগুলি আসবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও আসন্ন উৎসবের মরসুমেই ফের কিউ-৫ বাজারে ছাড়তে আগ্রহী সংস্থা।

প্রসঙ্গত, গত বছরেই আমেরিকায় প্রথমবার সামনে এসেছিল ফোক্সভাগেন ডিজেল গাড়ির দূষণ কাণ্ড। তার পর থেকে বিভিন্ন দেশে গাড়ি ফেরানোর কথা জানিয়েছে জার্মান গাড়ি নির্মাতাটি। যার আঁচ পড়েছে অডির মতো ফোক্সভাগেন গোষ্ঠীর অন্যান্য সংস্থার উপরেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement