বাড়ি-ফ্ল্যাট কেনার আগে এ বার মান যাচাইয়ের সুযোগ

বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে তার গুণগত মান যাচাই করে নেওয়ার সুযোগ এল ভারতের বাজারে। মার্কিন সংস্থা ‘এ বায়ার্স চয়েস হোম ইন্সপেকশন্স’ বা এবিসিএইচআই-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্থানীয় সংস্থা ম্যাকজে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা:

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০৩:৩৩
Share:

বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে তার গুণগত মান যাচাই করে নেওয়ার সুযোগ এল ভারতের বাজারে। মার্কিন সংস্থা ‘এ বায়ার্স চয়েস হোম ইন্সপেকশন্স’ বা এবিসিএইচআই-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্থানীয় সংস্থা ম্যাকজে।

Advertisement

কলকাতা থেকেই এই জোট যাত্রা শুরু করছে বলে জানিয়েছেন দুই সংস্থার কর্তৃপক্ষ। কলকাতার পরেই মুম্বইয়ে চালু হচ্ছে এই পরিষেবা।

২০০০ সালে তৈরি মার্কিন সংস্থা এবিসিএইচআই কর্তৃপক্ষের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা-সহ ১৫টি দেশে তাঁদের ব্যবসা আছে। বাড়ির মান সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত পাওয়ার খরচও ভারতের বাজারের জন্য কম রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে খবর, ২৫ হাজার টাকার বিনিময়ে এই পরিষেবা পাওয়া যাবে। যা সাধারণ মধ্যবিত্ত ফ্ল্যাটের দামের এক শতাংশ বা তারও কম।

Advertisement

কলকাতার সংস্থা ম্যাকজে-র অন্যতম কর্তা মহেন্দ্র সুরেকার দাবি, আগামী পাঁচ বছরে ১০০টি শাখা চালু হয়ে যাবে। তিনি বলেন, ‘‘কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো বড় শহরের পাশাপাশি পুণে, নাগপুর, কোচির মতো দ্বিতীয় স্তরের শহরেও এই পরিষেবার বিপুল চাহিদা আছে।’’ শুধু ফ্ল্যাটের ক্রেতাই এই পরিষেবা পেতে আগ্রহী নন। গুণগত মান যাচাইয়ের এই সুযোগ নিতে নির্মাণ সংস্থাগুলিও এগিয়ে আসছে বলে দাবি করেন সুরেকা।

নিজেদের যোগ্যতা ও ব্র্যান্ড জোরদার করতে মান যাচাইয়ের এই শংসাপত্র কাজে লাগাতে চায় নির্মাণ শিল্পমহল। নির্মাণ সংস্থাগুলির সংগঠন ক্রেডাই বেঙ্গল-এর কর্তা সুশীল মোহতার দাবি, এ ধরনের শংসাপত্র থাকলে ফ্ল্যাট বিক্রি করতেও সুবিধা হবে। একই সুরে টাটা হাউসিং-এর প্রধান ব্রতীন বন্দ্যোপাধ্যায় জানান, গুণগত মান বজায় রাখলে প্রকল্প নির্মাতা ও ক্রেতা, দু’পক্ষই স্বস্তি পাবেন। একই সঙ্গে এই শিল্পের উপর আস্থা বাড়াবে মান যাচাইয়ের সুযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন