Business News

১০ হাজার ছুঁল নিফ্‌টি, ৩২-এ সেনসেক্স

এ দিন বাজার খুলতেই নিফটি প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে দশ হাজারের ঘরে ঢুকে যায়। কিছু ক্ষণের মধ্যেই তা পৌঁছয় ১০, ০১১, ৩০ অঙ্কে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ১২:১০
Share:

প্রতীকী ছবি।

আশা দেখা গিয়েছিল সোমবারই। আর মঙ্গলবার শেয়ার বাজার খুলতেই দশ হাজারের গণ্ডি স্পর্শ করল নিফটি। ৩২ হাজারের ঘরে ঢুকে পড়েছে সেনসেক্স-ও। বিশেষজ্ঞদের আশা, এ বার সূচকের লম্বা দৌড় দেখতে চলেছে বাজার। যদিও মুনাফার টাকা ঘরে তোলা বা অন্য কয়েকটি স্বাভাবিক কারণে মাঝে মধ্যে সূচক কিছুটা পড়তে পারেও বলে আশঙ্কা।

Advertisement

এ দিন বাজার খুলতেই নিফটি প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে দশ হাজারের ঘরে ঢুকে যায়। কিছু ক্ষণের মধ্যেই তা পৌঁছয় ১০, ০১১, ৩০ অঙ্কে। ২১ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ। বাজার বন্ধের সময় নিফটি কোথায় গিয়ে থামে, সে দিকেই তাকিয়ে রয়েছেন বাজার বিশেষজ্ঞরা। গত কাল দিনের শেষে নিফটি থেমে ছিল ৯,৯৬৬.৪০ অঙ্কে। পাশাপাশি, দিনের শুরুতেই সেনসেক্স পৌঁছে গিয়েছে ৩২.৩৭৪.৩০ অঙ্কে। গত কালের থেকে সূচক বেড়েছে ১২৮.৪৩ পয়েন্ট।

আরও পড়ুন: বিধানসভায় আবাসন বিল আগামী মাসে

Advertisement

এক দিকে রিলায়্যান্স, আইটিসি এবং টিসিএসের শেয়ার দরে জোয়ার, এইচডিএফসি ব্যাঙ্কের নিট মুনাফা ২০% বাড়ার জেরে তার দরে ঊর্ধ্বগতি। অন্য দিকে, দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ইতিবাচক মন্তব্য— এই দুইয়ের প্রভাবে সূচক উপরে উঠেছে বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন