রাজ্যে শালিমার কারখানায় বার্জ তৈরির সওয়াল

জলপথে পণ্য পরিবহণে জোর দিতে এ বার রাজ্যে বার্জ তৈরির কারখানা গড়ার পক্ষে সওয়াল করল বণিকসভা বেঙ্গল চেম্বার। তাদের দাবি, সে ক্ষেত্রে রুগ্‌ণ রাজ্য সরকারি সংস্থা শালিমার ওয়ার্কস-কে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। এতে সংস্থাটির ঘুরে দাঁড়ানোও সহজ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ০২:৫১
Share:

জলপথে পণ্য পরিবহণে জোর দিতে এ বার রাজ্যে বার্জ তৈরির কারখানা গড়ার পক্ষে সওয়াল করল বণিকসভা বেঙ্গল চেম্বার। তাদের দাবি, সে ক্ষেত্রে রুগ্‌ণ রাজ্য সরকারি সংস্থা শালিমার ওয়ার্কস-কে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। এতে সংস্থাটির ঘুরে দাঁড়ানোও সহজ হবে।

Advertisement

বৃহস্পতিবার এক সভায় বেঙ্গল চেম্বারের নতুন প্রেসিডেন্ট সুতনু ঘোষ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ সেন, ডিরেক্টর জেনারেল শুভদীপ ঘোষ প্রমুখের দাবি, ভবিষ্যতে জলপথে পরিবহণ ব্যবস্থা আরও জোরদার হলে বার্জের চাহিদা বাড়বে। বিশেষত এই পরিবহণে জোর দিতে কেন্দ্র ও রাজ্য যেখানে নানান কর্মসূচি নিচ্ছে। উপরন্তু সড়ক বা রেলপথের তুলনায় জলপথে শিল্পের কাঁচামাল পরিবহণের খরচও কম বলে জানান বণিকসভার শিপিং কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন এস বি মজুমদার। আর এই পরিস্থিতিতেই বার্জ তৈরি ও মেরামতের প্রয়োজন বাড়বে বলে মনে করছেন তাঁরা। শালিমারে বার্জ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখে আগেই তাঁরা রাজ্যকে প্রাথমিক রিপোর্ট দিয়েছেন। সাড়া পেলে বিশদ সমীক্ষা হবে।

এ দিকে বণিকসভাটি এ দিন জানিয়েছে, সাগরের চেয়ে তাজপুরেই সমুদ্র বন্দর গড়ার জন্য একটি সুপারিশপত্র রাজ্যকে দেবে তারা। তাদের মতে, নাব্যতা, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য পরিকাঠামোর নিরিখে তাজপুর এগিয়ে বলেই এই সুপারিশ। ডাল চাষে জোর দিতে নভেম্বরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শান্তিনিকেতনে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথাও এ দিন জানিয়েছে বণিকসভাটি। উদ্দেশ্য, কী ভাবে ডালের আমদানি নির্ভরতা কমানো যায় তার পথ খোঁজা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন