বাংলাদেশে বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরু করছে ভেল

বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে মৈত্রী তাপবিদ্যুৎকেন্দ্র তৈরির কাজ শুরু হতে চলেছে। ৬৬০ মেগাওয়াটের দু’টি ইউনিট মিলিয়ে ১,৩২০ মেগাওয়াটের এই তাপবিদ্যুৎ প্রকল্পের কাজের বরাত দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ভেল-কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৩:০০
Share:

বাংলাদেশের বাগেরহাট জেলার রামপালে মৈত্রী তাপবিদ্যুৎকেন্দ্র তৈরির কাজ শুরু হতে চলেছে। ৬৬০ মেগাওয়াটের দু’টি ইউনিট মিলিয়ে ১,৩২০ মেগাওয়াটের এই তাপবিদ্যুৎ প্রকল্পের কাজের বরাত দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ভেল-কে। চলতি সপ্তাহেই বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি কাজ শুরুর নির্দেশ দিয়েছে তাদের। এই প্রকল্পে ২০০ কোটি ডলার (প্রায় ১২,৮০০ কোটি টাকা) লগ্নি হবে। এনটিপিসি জানিয়েছে, ভেল-কে ‘নোটিস টু প্রোসিড’ দেওয়া হয়েছে।

Advertisement

বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি তৈরি এনটিপিসি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের যৌথ উদ্যোগে। দুই সংস্থার মালিকানা ৫০% করে। প্রকল্পে যা খরচ হবে, তার মধ্যে ১৫০ কোটি ডলার ঋণ দেবে ভারতীয় এগ্‌জিম ব্যাঙ্ক।

বাংলাদেশে বিদ্যুতের চাহিদা মেটাতে খুলনা ডিভিশনের বাগেরহাটে এই তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংস্থা এনটিপিসি-কে সঙ্গে নিয়েই এই প্রকল্প গড়ার পরিকল্পনা করে হাসিনা সরকার। সেই মতো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন পর্ষদের সঙ্গে এনটিপিসি-র চুক্তি হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন