দেউলিয়া আইনের আওতায় বিনানি সিমেন্ট বিক্রি হওয়া আটকাতে এ বার সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিল তাদের মূল সংস্থা বিনানি ইন্ডাস্ট্রিজ। রবিবার সংস্থার এক কর্তা জানান, শীর্ষ আদালতে ঋণদাতাদের হাতে থাকা সমস্ত বন্ধকী সম্পদ ছাড়ানোর আবেদন জানানো হবে। এর আগে সংস্থাটি এ জন্য ৭,৬১৮ কোটি টাকা দেওয়ার প্রস্তাব এনেছিল। ওই কর্তার দাবি, দায়বদ্ধতা প্রমাণ করার জন্য ১০% প্রথমেই জমা দেওয়া হবে।
উল্লেখ্য, দু’দিন ধরে আলোচনা চালালেও, সংস্থার ঋণদাতা কমিটি ৭,৬১৮ কোটির প্রস্তাব গ্রহণ করেনি। যদিও এতে তারা সমর্থন জানিয়েছে বলে বিনানির দাবি। কিন্তু বিষয়টির কোনও আইনি ব্যাখ্যা না মেলায়, তা গ্রহণ করেনি তারা। বিনানির দাবি, এই প্রস্তাব নিয়ে সংস্থা শীর্ষ আদালতে যাওয়ার কথা বলায়, তাতে অবশ্য আপত্তি তোলেনি ঋণদাতারা।
এ দিকে, দেউলিয়া আইনে বিনানি সিমেন্ট কিনতে ৬,৩৫০ কোটির দরপত্র দিয়েছে ডালমিয়া সিমেন্ট। তাদের আশা, শেষ পর্যন্ত এই প্রস্তাবই বহাল থাকবে। গত সপ্তাহে এই মামলা আপসে মেটাতে ঋণদাতা কমিটি ও বিনানিকে নির্দেশ দিয়েছিল জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইব্যুনাল। সংস্থা বিক্রির প্রক্রিয়াও চালাতে বলেছে তারা। ঋণদাতাদের কমিটিও ডালমিয়ার প্রস্তাবে সায় দিয়েছে। এর পরেই তাদের দরপত্র মান্যতা পাবে বলে রবিবার আশা করেন ডালমিয়া সিমেন্ট গোষ্ঠীর সিইও মহেন্দ্র সিংঘি।