খারিজ হচ্ছে ১.২০ লক্ষ সংস্থার নথিভুক্তি

 কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে আরও ১.২০ লক্ষ সংস্থার নথিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিভিন্ন আইন ভাঙার দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি বিষয়ক মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ০৩:১১
Share:

কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে আরও ১.২০ লক্ষ সংস্থার নথিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিভিন্ন আইন ভাঙার দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানি বিষয়ক মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে।

Advertisement

ওই সব সংস্থার নথিপত্র খতিয়ে দেখতে কোম্পানি বিষয়ক প্রতিমন্ত্রী পি পি চৌধুরির নেতৃত্বে একটি বৈঠকের আয়োজন করা হয়। সংস্থাগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশ দিয়েছেন।

গত ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ২.২৬ লক্ষেরও বেশি সংস্থার নাম কাটা গিয়েছে রেজিস্ট্রার অব কোম্পানিজের খাতা থেকে। পদ হারিয়েছেন ওই সব সংস্থার ৩.০৯ লক্ষ ডিরেক্টর। তবে এর মধ্যে ১১৫৭টি সংস্থা জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালে (এনসিএলটি) আবেদন দাখিল করেছে। আইন মেনে চলার অঙ্গীকার করে ফের ব্যবসা শুরুর আর্জি জানিয়েছে তারা। ১৮০টি সংস্থাকে ঝাঁপ খোলার অনুমতিও দিয়েছে এনসিএলটি, যার মধ্যে চালু হয়েছে ১২০টি।

Advertisement

পাশাপাশি, ডিরেক্টরদের পদচ্যুত করা সংক্রান্ত ৯৯২টি মামলা হয় বিভিন্ন হাইকোর্টে। কোম্পানি বিষয়ক মন্ত্রক জানিয়েছে, এর মধ্যে ১৯০টি মিটে গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement