Share Market

অহমদাবাদে দুর্ঘটনার জের, বিপুল পতন বোয়িংয়ের শেয়ারে

ডাও জোন্স সূচকে বোয়িংয়ের শেয়ার দরই পড়ছিল সব থেকে বেশি, প্রায় ৫.৫%। মূলত এই পতনই টেনে নামাতে থাকে ডাও জোন্স সূচকটিকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ০৮:৩৪
Share:

ভারতীয় সময় রাত ১২টা নাগাদ সূচক কিছুটা উঠে তা রয়েছে আগের দিনের চেয়ে ৪.৭৫% নীচে। —প্রতীকী চিত্র।

আমদাবাদে বিমান দুর্ঘটনার পরে আমেরিকার বাজারে পড়ছে বিমান নির্মাণ সংস্থা বোয়িংয়ের শেয়ার দর। বাজারের মূল লেনদেনের আগে প্রাথমিক লেনদেনেই তা প্রায় ৭.৫% পড়ে ১৯৭.৮২ ডলারে নামে। পরে ভারতীয় সময় সন্ধ্যেবেলা বাজার খোলার পরেও ডাও জোন্স সূচকে বোয়িংয়ের শেয়ার দরই পড়ছিল সব থেকে বেশি, প্রায় ৫.৫%। মূলত এই পতনই টেনে নামাতে থাকে ডাও জোন্স সূচকটিকে। ভারতীয় সময় রাত ১২টা নাগাদ কিছুটা উঠে তা রয়েছে আগের দিনের চেয়ে ৪.৭৫% নীচে।

আমদাবাদ থেকে লন্ডনের পথে যাত্রা শুরু করেছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান। রানওয়ে ছেড়ে আকাশে ওঠার পরেই তা ভেঙে পড়ে। পাখির সঙ্গে ধাক্কা নাকি বিমানের প্রযুক্তিগত ত্রুটি এর কারণ, তাই নিয়ে চলছে জল্পনা। তবে দুর্ঘটনার অভিঘাত টের পেয়েছেন আমেরিকার লগ্নিকারীরা। বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, আমদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আমেরিকার বিমান তৈরির সংস্থাটির অন্যতম আধুনিক মডেল। বোয়িংয়ের দাবি, অতীতে এক বার ব্যাটারি সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়ার পরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি এই বিমান তৈরির সংখ্যা বাড়াচ্ছিল তারা। এই দুর্ঘটনার পরে সংস্থার উৎপাদন কৌশল ও ব্যবসা কোন পথে পা বাড়ায়, সে দিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের। বোয়িং জানিয়েছে, তারা ভারতে তদন্তে সহযোগিতা করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন