ব্রেক্সিট হচ্ছে না, পূর্বাভাসে ভর করে চাঙ্গা ভারতের বাজার

শেষ পর্যন্ত ব্রিটেনের ইউইরোপীয় ইউনিয়নের মধ্যে থেকে যাওয়ার পক্ষেই সেখানকার মানুষ গণভোটে রায় দেবেন বলে হাওয়া উঠেছে। ফলে ‘ব্রেক্সিট’ হচ্ছে না, এই আশায় ভর করে বৃহস্পতিবার গণভোটের দিনই ইউরোপ-সহ বিশ্ব জুড়ে চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার। আর, তারই হাত ধরে সেনসেক্স ফের ঢুকে পড়ে ২৭ হাজারের ঘরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ০৮:৫৮
Share:

শেষ পর্যন্ত ব্রিটেনের ইউইরোপীয় ইউনিয়নের মধ্যে থেকে যাওয়ার পক্ষেই সেখানকার মানুষ গণভোটে রায় দেবেন বলে হাওয়া উঠেছে। ফলে ‘ব্রেক্সিট’ হচ্ছে না, এই আশায় ভর করে বৃহস্পতিবার গণভোটের দিনই ইউরোপ-সহ বিশ্ব জুড়ে চাঙ্গা হয়ে ওঠে শেয়ার বাজার। আর, তারই হাত ধরে সেনসেক্স ফের ঢুকে পড়ে ২৭ হাজারের ঘরে।

Advertisement

এ দিন সেনসেক্স এক লাফে ২৩৬.৫৭ পয়েন্ট বেড়ে থিতু হয় ২৭,০০২.২২ অঙ্কে। পাশাপাশি, নিফ্‌টি আগের দিনের থেকে ৬৬.৭৫ পয়েন্ট বেড়ে ঠেকেছে ৮,২৭০.৪৫ অঙ্কে। এ দিন চিনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্স বাদে বেড়েছে সব এশীয় বাজারই। খোলার পরে বেড়েছে মার্কিন বাজারও। টাকার দামও ২৩ পয়সা বেড়েছে। দিনের শেষে এক ডলার ছিল ৬৭.২৫ টাকা।

ব্রিটেনের দুই সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রাফ এবং দ্য টাইমসের সমীক্ষা পূর্বাভাস দিয়েছে, ৫১% ভোট যাবে ব্রিটেনের ই ইউ-র মধ্যে থেকে যাওয়ার পক্ষে। অন্য দিকে ৪৯% ভোট এর বিরুদ্ধে পড়তে পারে। এই পূর্বাভাসের জেরেই বিশ্ব জুড়ে অধিকাংশ শেয়ার সূচক দ্রুত উঠে এসেছে উপরের দিকে।

Advertisement

গণভোটকে কেন্দ্র করে সারা বিশ্বে মূলধনী বাজার এ দিন ছিল উদ্বেগে। বিশ্বের যে-সব সংস্থা ব্রিটেনের বাজারের সঙ্গে যুক্ত, এ দিন সেগুলির শেয়ার দর দ্রুত ওঠা-নামা করেছে। ভারতীয় সংস্থাগুলির মধ্যে টাটা মোটরসের দর বেড়েছে ৩.২৮%। উল্লেখ্য, ব্রিটেনে জাগুয়ার-ল্যান্ড রোভারের মালিক টাটা গোষ্ঠী।

গণভোটের রায় কোন দিকে যায়, সে দিকে তীক্ষ্ণ নজর রেখেছেন আন্তর্জাতিক ব্যাঙ্কগুলির কর্তরাও। ভারতীয় মূলধনী বাজারে তার কী প্রভাব পড়ে, সে দিকে নজর রয়েছে রিজার্ভ ব্যাঙ্কেরও। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার জন্য প্রস্তুতি নিয়েছে তারা। ভারতীয় মুদ্রার পতন রোখার পাশাপাশি বাজারে যাতে নগদের টান না-পড়ে, সে ব্যবস্থা করবে রিজার্ভ ব্যাঙ্ক। প্রায় সমস্ত আন্তর্জাতিক ব্যাঙ্কের শীর্ষ কর্তারা এ দিন রাতভর অবস্থার উপর নজর রাখবেন।

আশা আশঙ্কা

• শেয়ার সূচক উঠল ইউরোপে

• ই ইউ ছাড়ার পক্ষে রায় গেলে বাজার উত্তাল হওয়ার সম্ভাবনা

• সজাগ আরবিআই

তবে ভোটের রায় যদি ব্রিটেনের ই ইউ-তে থাকার বিপক্ষে যায়, তা হলে বিশ্ব জুড়ে আর্থিক বাজার তোলপাড় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, শেয়ার বাজারে তো বটেই, বিশেষ করে তার বিরূপ প্রভাব মুদ্রা বাজারে পড়ার সম্ভাবনা।

তবে বিষয়টি নিযে উদ্বেগ একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছে বলে মনে করছেন কেউ কেউ। ভারতে কিন্তু বিদেশি লগ্নি সংস্থাগুলি গত প্রায় এক মাস ধরে টানা শেয়ার কিনে চলেছে। এ দিনও তারা শেয়ার কিনেছে ৮১.৮৭ কোটি টাকার। ভারতীয় আর্থিক সংস্থাগুলি কিনেছে ২০৩.৫৬ কোটি টাকার শেয়ার। জুনের গোড়া থেকে এ পর্যন্ত বিদেশি সংস্থাগুলি প্রায় ৪ হাজার কোটি টাকা ভারতে লগ্নি করেছে বলে। বিশেষজ্ঞদের মধ্যে কারও কারও ধারণা, বিদেশিদের শেয়ার কেনার এই বহর দেখেই মনে হচ্ছে, ব্রিটেন বেরিয়ে গেলেও যে-সমস্যা হবে, তার মাত্রা থাকবে নিয়ন্ত্রণের মধ্যেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন