টুকরো খবর

রাস্তা, রেলের ট্র্যাক ইত্যাদিতে চটের ব্যবহার বাড়াতে চায় কেন্দ্র। তাই রাজ্যগুলিকে সরকারি নির্মাণকাজে ব্যবহৃত উপাদানের সূচিতে চটকে অন্তর্ভুক্ত করার আর্জি জানাল ন্যাশনাল জুট বোর্ড। শুক্রবার ইন্ডিয়ান চেম্বারের এক সভার ফাঁকে বোর্ডের কর্তারা জানান, রাস্তা, নদীর বাঁধ, পাহাড়ের ঢালে মাটির ক্ষয় রোধ, রেলের ট্র্যাক ইত্যাদি গড়তে চটের ব্যবহার সম্ভব। তাতে নির্মাণ খরচ তো কমে। বাড়ে সেগুলির গুণগত মান।

Advertisement
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ০৩:০৪
Share:

নির্মাণে চটের ব্যবহার বাড়াতে উদ্যোগী কেন্দ্র

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

রাস্তা, রেলের ট্র্যাক ইত্যাদিতে চটের ব্যবহার বাড়াতে চায় কেন্দ্র। তাই রাজ্যগুলিকে সরকারি নির্মাণকাজে ব্যবহৃত উপাদানের সূচিতে চটকে অন্তর্ভুক্ত করার আর্জি জানাল ন্যাশনাল জুট বোর্ড। শুক্রবার ইন্ডিয়ান চেম্বারের এক সভার ফাঁকে বোর্ডের কর্তারা জানান, রাস্তা, নদীর বাঁধ, পাহাড়ের ঢালে মাটির ক্ষয় রোধ, রেলের ট্র্যাক ইত্যাদি গড়তে চটের ব্যবহার সম্ভব। তাতে নির্মাণ খরচ তো কমে। বাড়ে সেগুলির গুণগত মান।

Advertisement

ছাড় এয়ার-এশিয়ায়

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মাত্র ৪,০০০ টাকায় কলকাতা-কুয়ালা লামপুরের টিকিট দিচ্ছে বিমান সংস্থা এয়ার এশিয়া। এই দামের উপরে অতিরিক্ত কর লাগবে না। সংস্থার দাবি, ৩১ অগস্টের মধ্যে টিকিট কাটলে এই সুবিধা মিলবে। এতে যাত্রা করা যাবে ২০১৫ সালের ১ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। তা ছাড়া, ভারতে কিছু রুটে ৬০০ টাকায় পর্যন্ত টিকিট দিচ্ছে এয়ার-এশিয়া ইন্ডিয়া।

ছ’হাজার কর্মী ছাঁটাই মালয়েশিয়া এয়ারে

সংবাদ সংস্থা • কুয়ালা লামপুর

সংস্থা ঢেলে সাজার অংশ হিসেবে প্রায় ৬০০০ জনকে ছাঁটাই করবে মালয়েশিয়া এয়ারলাইন্স। যা তাদের মোট কর্মী সংখ্যার (২০,০০০) এক তৃতীয়াংশ। এই বছরের শেষের দিকে শেয়ার বাজার থেকে সংস্থাটির নথিভুক্তিও বাতিল করা হবে।

মন্দার গ্রাসে ব্রাজিল

মন্দার কবলে পড়ল লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিল। শুক্রবার প্রকাশিত সরকারি হিসাব, দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের বৃদ্ধি সরাসরি কমেছে ০.৬%। প্রথম ত্রৈমাসিকেও তা কমেছিল ০.২% (সংশোধিত)। এক সময়ে যা ছিল অন্যতম দ্রুত হারে বাড়তে থাকা আঞ্চলিক অর্থনীতি, বর্তমানে সেখানেই শিল্প ও ক্রেতার আস্থা সূচক তলানিতে ঠেকেছে। আশঙ্কা, অক্টোবরে হতে চলা রাষ্ট্রপতি ও সাধারণ নির্বাচনের আগে এই পরিসংখ্যান তাতে আরও একপ্রস্ত আঘাত হানবে।

ট্রাইব্যুনালের নির্দেশ

আদানি গ্যাসের বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল কম্পিটিশন অ্যাপেলেট ট্রাইব্যুনাল। বাজারে কর্তৃত্ব কাজে লাগিয়ে প্রতিযোগিতার আইন ভাঙার অভিযোগে আদানি গোষ্ঠীর সংস্থাটিকে ২৫.৬৭ কোটি টাকা জরিমানা করেছিল কমিশন। গ্যাস বিক্রির চুক্তি বদলাতেও বলা হয়েছিল।

রিলায়্যান্সের উদ্যোগ

তেল শোধনে নতুন করে ১,৩০০ কোটি ডলার (৭৮ হাজার কোটি টাকা) লগ্নি করতে চায় রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। পরিকল্পনায় আছে দিনে ৪০ লক্ষ ব্যারেল তেল শোধনের ব্যবস্থা-সহ জামনগর প্রকল্প সম্প্রসারণ। সেই লক্ষ্যে পরিবেশ মন্ত্রকের ছাড়পত্রের জন্য আবেদনও করেছে মুকেশ অম্বানীর সংস্থাটি।

জন-ধন প্রকল্পের ক্যাম্প প্রতি শনিবার

ধন প্রকল্পে গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার সুবিধা করে দিতে প্রতি শনিবার বিশেষ ক্যাম্পের আয়োজন করবে ব্যাঙ্কগুলি। যা খোলা থাকবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। অর্থ মন্ত্রক জানিয়েছে, ২০১৫-র ২৬ জানুয়ারির মধ্যে সাড়ে ৭ কোটি পরিবারকে প্রকল্পের আওতায় আনতেই এই উদ্যোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন