টুকরো খবর

মালিক-শ্রমিক ও রাজ্যের ত্রিপাক্ষিক বৈঠকে মিলল না রফাসূত্র। ফলে ২৬ নভেম্বর শ্রমিক ইউনিয়নগুলির ডাকে রাজ্যে পাট শিল্পে ধমর্ঘট হচ্ছেই। ধর্মঘট এড়াতেই রাজ্য শ্রম দফতর সোমবার ওই বৈঠক ডাকে।

Advertisement
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৪ ০২:৫৭
Share:

কাল রাজ্য জুড়ে ধর্মঘট পাট শিল্পে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

মালিক-শ্রমিক ও রাজ্যের ত্রিপাক্ষিক বৈঠকে মিলল না রফাসূত্র। ফলে ২৬ নভেম্বর শ্রমিক ইউনিয়নগুলির ডাকে রাজ্যে পাট শিল্পে ধমর্ঘট হচ্ছেই। ধর্মঘট এড়াতেই রাজ্য শ্রম দফতর সোমবার ওই বৈঠক ডাকে। এআইটিউসি-র রাজ্য সভাপতি দেবাশিস দত্ত বলেন, বিভিন্ন দাবিতে ২০টি চটকল শ্রমিক ইউনিয়ন ধর্মঘট ডেকেছে। তবে তৃণমূল ইউনিয়ন এতে নেই। এ দিনের বৈঠকে শ্রমমন্ত্রী মলয় ঘটক হাজির ছিলেন। কিন্তু ইউনিয়নগুলিকে ধর্মঘটের অবস্থান থেকে সরিয়ে আনতে পারেননি।

Advertisement

হস্তশিল্প রফতানিতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

রাজ্যের হস্তশিল্পীদের পণ্য রফতানির সুযোগ দিতে বিশেষ পোর্টাল তৈরি করবে তথ্যপ্রযুক্তি দফতর। সম্প্রতি মিলন মেলা প্রাঙ্গণে হস্তশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তথ্যপ্রযুক্তি তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। তাঁর দাবি, ওই পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের হস্তশিল্প সামগ্রী বিশ্ব বাজারে তুলে ধরা সহজ হবে। তথ্যপ্রযুক্তি দফতরের সহায়তায় ছোট-মাঝারি শিল্প দফতরকে সেটি তৈরির জন্য উদ্যোগী হতেও পরামর্শ দেন তিনি। মেলা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। যোগ দিয়েছেন ৩৫০০ হস্তশিল্পী।

প্রস্তাবিত বিমা আইনে কাজ হারাতে পারেন সার্ভেয়ররা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

প্রস্তাবিত নতুন বিমা আইন চালু হলে কাজ হারানোর আশঙ্কা করছেন সার্ভেয়ররা। নতুন আইনে সর্ভেয়র রাখার কোনও ব্যবস্থা নেই। তাঁদের কাজে লাগানো হবে কি না, তা পুরোপুরি বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইআরডিএ-র হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে সার্ভেয়রদের পরিষেবা নেওয়ার কথা আইনেই বলা আছে। সারা দেশে প্রায় ১২ হাজার সার্ভেয়র আছেন, এ রাজ্যে রয়েছেন ৬৫০ জন। ইনস্টিটিউট অব ইনশিওরেন্স সার্ভেয়র্স অ্যান্ড লস অ্যাসেসর্স-এর মুখপাত্র রমেশ জালান বলেন, “সার্ভেয়ররা নিরপেক্ষ ভাবে ক্ষয়ক্ষতির ভিত্তিতে বিমার দাবির অঙ্ক কত হবে, তা সংস্থার কাছে সুপারিশ করেন। নতুন আইন চালু হলে বিমা সংস্থাগুলি নিজেদের লোক দিয়েই এই সার্ভে করাবে। এতে আমরা তো কাজ হারাবই, পাশাপাশি গ্রাহকদের স্বার্থও সঠিক ভাবে রক্ষিত হবে বলে আমরা মনে করি না।”

সহারার অফিসে আয়কর হানা
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

দিল্লি ও রাষ্ট্রীয় রাজধানী অঞ্চলে সহারা গোষ্ঠীর বিভিন্ন অফিসে হানা দিল কেন্দ্রীয় আয়কর দফতর। সংশ্লিষ্ট সূত্রে খবর, একাধিক অফিসে শনিবার রাত পর্যন্ত চলা এই তল্লাশিতে বেশ কিছু কাগজপত্র, বৈদ্যুতিন মাধ্যমে রাখা তথ্য এবং নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। আয়কর হানার কথা স্বীকার করলেও, তার কারণ নিয়ে অন্ধকারে থাকার কথাই জানিয়েছে সহারা। তবে সংস্থার মুখপাত্রের দাবি, সহারার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বহুদিন ধরেই বন্ধ। দৈনন্দিন কাজকর্ম চালাতে তাই নগদ রাখতেই হয়।

লাচুঙে পরিষেবা

সিকিমের লাচুঙে পা রাখল ভোডাফোন। এখানে টু-জি এবং থ্রি-জি পরিষেবা দেবে তারা। ভোডাফোনের দাবি, তারাই প্রথম বেসরকারি টেলি পরিষেবা সংস্থা হিসেবে লাচুঙে পরিষেবা শুরু করল। এর ফলে সিকিমের প্রায় ৩৬৯টি শহর ও গ্রাম এল তাদের পরিষেবার আওতায়। এই রাজ্যে বর্তমানে সংস্থার ৪টি মিনি স্টোর এবং একটি বড় বিপণি রয়েছে।

চিকিৎসায় স্বীকৃতি

চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে অবদানের জন্য ‘এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০১৪’ পেল অলকেমিস্ট হসপিটাল্স। সম্প্রতি মুম্বইয়ে ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেসের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার হাতে ওই সম্মান তুলে দেওয়া হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানায় তাদের ১০টি হাসপাতাল রয়েছে। সংস্থা-কর্তা চিকিৎসক ইন্দ্রজিৎ সিংহ বিরদী বলেন, আগামী দিনে অন্যান্য রাজ্যেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁদের।

রূপচর্চায় প্রয়াস

নরেন্দ্রপুরে শাখা খুলল হাবিব হেয়ার অ্যান্ড বিউটি সেলুন অ্যান্ড অ্যাকাদেমি। এই বিউটি সেলুন এবং প্রশিক্ষণ কেন্দ্রটি খুললেন হাবিব আহমেদ। প্রসঙ্গত, তাঁরই পুত্র জাভেদ হাবিব। দিল্লির বাইরে কলকাতায় এই প্রথম কেন্দ্র খুললেন লন্ডন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৭৪ বছর বয়স্ক আহমেদ। উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। এখানে রূপচর্চার পাশাপাশি প্রশিক্ষণও মিলবে বলে জানান কেন্দ্রটির কর্ণধার সোমা ঘোষ।

গয়নায় সুযোগ

বারাসতের বিপণির এক বছর পূর্তিতে নয়া প্রকল্প আনল তানিশ্ক। সংস্থা জানিয়েছে, রবিবার পর্যন্ত সেখানে ১০ গ্রাম সোনার গয়না বা ১০ হাজার টাকার বেশি হিরের গয়নার কেনাকাটায় মিলবে উপহার।

ধর্মঘট নয় কোল ইন্ডিয়ায়

প্রস্তাবিত বেসরকারিকরণের বিরুদ্ধে ২৪ নভেম্বর ধর্মঘট ডাকলেও তা থেকে সরে এল কোল ইন্ডিয়ার ৪টি ট্রেড ইউনিয়ন। কয়লা মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত।


‘রেনিগেড’। মার্কিন সংস্থা ক্রাইসলারের জিপ ব্র্যান্ডের নয়া গাড়ি। যা বাজারে আসবে আগামী বছর।
সম্প্রতি এটিকে দেখানো হল লস অ্যাঞ্জেলসের আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনীতে। ছবি: এএফপি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন