রাজ্যে লগ্নি ব্রিটানিয়ার

চাহিদা মেটাতে তাই দু’বছরে আরও একটি গড়া হবে। তবে লগ্নি নিয়ে মুখ খোলেননি তিনি। যদিও এই অর্থবর্ষেই মহারাষ্ট্রে নয়া কারখানা গড়তে ও অন্যান্যগুলি সম্প্রসারণে ৪০০ কোটি ঢালা হবে বলে দাবি তাঁর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৩:৫২
Share:

ব্রিটানিয়া

উৎপাদন বাড়াতে রাজ্যে আরও একটি কারখানা তৈরি করবে ব্রিটানিয়া। সোমবার কলকাতায় সংস্থার এমডি বরুণ বেরি এ কথা জানান। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে হিমঘরও গড়বে ১০০ বছরে পা রাখা ওই সংস্থা।

Advertisement

এ দিন বেরি বলেন, রাজ্যে তাদের কারখানাটি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ছুঁয়েছে। চাহিদা মেটাতে তাই দু’বছরে আরও একটি গড়া হবে। তবে লগ্নি নিয়ে মুখ খোলেননি তিনি। যদিও এই অর্থবর্ষেই মহারাষ্ট্রে নয়া কারখানা গড়তে ও অন্যান্যগুলি সম্প্রসারণে ৪০০ কোটি ঢালা হবে বলে দাবি তাঁর। এ ছাড়া, ডেয়ারি শিল্পে ৩০০ কোটি লগ্নি করবে ব্রিটানিয়া। তাদের লক্ষ্য, আয়ের ৫০ শতাংশই অন্য ব্যবসা থেকে অর্জন। শতবর্ষপূর্তি উপলক্ষে শেয়ারহোল্ডারদের জন্য বোনাস ডিভিডেন্ড ও ডিবেঞ্চার ঘোষণা করেছে ব্রিটানিয়া। ২ টাকা মূল দামের প্রতিটি শেয়ার ভেঙে ১ টাকা করার পরিকল্পনাও রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement