গয়না শিল্পে কাল ধর্মঘটের ডাক

দু’লক্ষ টাকার উপর গয়না কেনার ক্ষেত্রে প্যান কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করার প্রতিবাদে আগামী কাল বুধবার দেশ জুড়ে এক দিনের ধর্মঘটের ডাক দিয়েছে গয়না ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ০২:০৯
Share:

দু’লক্ষ টাকার উপর গয়না কেনার ক্ষেত্রে প্যান কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করার প্রতিবাদে আগামী কাল বুধবার দেশ জুড়ে এক দিনের ধর্মঘটের ডাক দিয়েছে গয়না ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

Advertisement

পাশাপাশি সোমবার স্বর্ণশিল্প বাঁচাও কমিটি-সহ ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। কমিটির কার্যকরী সভাপতি বাবলু দে বলেন, ‘‘সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদরা আমাদের দাবির পক্ষে সোচ্চার হবেন বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন।’’

সম্প্রতি কেন্দ্রীয় সরকার নিয়ম করেছে, ২ লক্ষ টাকার বেশি গয়না কেনার ক্ষেত্রে বিলে ক্রেতার প্যান কার্ড নম্বর উল্লেখ করতে হবে। বাবলুবাবুদের অভিযোগ, ‘‘প্রথমত বহু মানুষেরই, বিশেষ করে গ্রামাঞ্চলে প্যান কার্ড নেই। ফলে ব্যবসা করার ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। তা ছাড়া প্রস্তাবিত পণ্য-পরিষেবা কর আইনে যে-সব নিয়মের কথা উল্লেখ করা হয়েছে, তার কয়েকটি নিয়েও আমাদের আপত্তি রয়েছে।’’

Advertisement

গয়না সংস্থাগুলির সংগঠন অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ট্রেড ফেডারেশন-এর পূর্বাঞ্চলীয় কর্তা শঙ্কর সেনের অভিযোগ, প্যান দাখিলের নিয়মের জন্য ইতিমধ্যেই প্রায় ৩০ শতাংশ বিক্রি কমেছে। ফেডারেশনের আর এক কর্তা বাছরাজ বামালওয়া-র অভিযোগ, সবচেয়ে বেশি মার খাচ্ছেন ছোট শহর ও গ্রামাঞ্চলের ক্রেতারা। তিনি জানান, গয়নার ৭০ শতাংশ ক্রেতা গ্রামেগঞ্জে থাকেন। তাঁদের অধিকাংশেরই প্যান কার্ড নেই বলে তাঁর দাবি। তিনি জানান, দেশের মাত্র ২৩ কোটি মানুষের প্যান কার্ড আছে। ভারতের ৪২,০০০ কোটি টাকার সোনার গয়নার বাজার এই নিয়মের ফলে ধাক্কা খাচ্ছে বলে ক্ষোভ ফেডারেশনের। কেন্দ্রের কাছে তাঁদের আর্জি, গয়নার জন্য এই নিয়ম প্রত্যাহার করা হোক। সোনার বার কেনার ক্ষেত্রে এই নিয়ম বজায় রাখলে তাদের কোনও আপত্তি নেই বলে জানিয়েছে ফেডারেশন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন