Car Accident

গাড়ি দুর্ঘটনায় নগদহীন চিকিৎসা

সম্প্রতি সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী জানিয়েছিলেন, দেশে ২০২৩ সালে ৪.৮০ লক্ষ সড়ক দুর্ঘটনা ঘটছে। যাতে মারা গিয়েছেন ১.৭২ লক্ষ ব্যক্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ০৬:১৪
Share:

হাসপাতালে নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত নগদহীন (ক্যাশলেস) চিকিৎসার সুবিধা মিলবে। —প্রতীকী চিত্র।

সারা দেশে এ বার থেকে সড়ক দুর্ঘটনায় আহত হলে হাসপাতালে নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত নগদহীন (ক্যাশলেস) চিকিৎসার সুবিধা মিলবে। গত ৫ মে থেকে এ জন্য বিশেষ প্রকল্প চালু করেছে সড়ক পরিবহণ মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তি প্রথম সাত দিনের জন্য ১.৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের ক্ষেত্রে এই সুবিধা পাবেন। চিকিৎসার দেরির জন্য কারও যাতে মৃত্যু না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

সম্প্রতি সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী জানিয়েছিলেন, দেশে ২০২৩ সালে ৪.৮০ লক্ষ সড়ক দুর্ঘটনা ঘটছে। যাতে মারা গিয়েছেন ১.৭২ লক্ষ ব্যক্তি। দেখা গিয়েছে বহু ক্ষেত্রে আহত ব্যক্তি অনেকক্ষণ ধরে চিকিৎসা না পাওয়ায় মারা গিয়েছেন। তা রুখতেই এই সিদ্ধান্ত সরকারের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে যে কোনও রাস্তায় গাড়ি দুর্ঘটনার ক্ষেত্রে নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসা করানোর জন্য এই সুবিধা পাবেন আহত ব্যক্তি।

প্রকল্প কার্যকর করবে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। রাজ্য স্বাস্থ্য সংস্থা, পুলিশ ও হাসপাতালগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই কাজ করবে তারা। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রকল্পের নোডাল এজেন্সি হবে রাজ্য সড়ক সুরক্ষা পর্ষদ। স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে মিলে নির্দিষ্ট হাসপাতালগুলির তালিকা পোর্টালে দেওয়া, আহতের চিকিৎসা এবং হাসপাতালগুলিকে টাকা মেটানো-সহ আনুসঙ্গিক ব্যবস্থা দেখবে তারা। প্রকল্প কার্যকরের বিভিন্ন দিকে নজরদারি চালাতে ১১ সদস্যের কমিটিও তৈরি করেছে কেন্দ্র।


আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন