সংস্থা বদলের ভাবনা বিদ্যুতেও

এ দিন তিনি বলেন, বিদ্যুৎ আইনে বেশ কিছু বদল আনতে উদ্যোগী কেন্দ্র। এক-দুই সপ্তাহের মধ্যে যার খসড়া তাঁর কাছে আসবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ০২:৫৬
Share:

এক মোবাইল সংস্থা থেকে অন্য টেলি পরিষেবা সংস্থায় বদলের পদ্ধতি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) চালু হয়েছে আগেই। এ বার একই পথে হেঁটে এক বিদ্যুৎ পরিষেবা সংস্থা থেকে অন্য সংস্থায় বদলের সুযোগ আনার কথা ভাবছে কেন্দ্র। বিদ্যুৎ আইনে সংশোধনী পাশ হলে গ্রাহকরা এই সুবিধা পাবেন বলে রবিবার জানান কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিংহ।

Advertisement

এ দিন তিনি বলেন, বিদ্যুৎ আইনে বেশ কিছু বদল আনতে উদ্যোগী কেন্দ্র। এক-দুই সপ্তাহের মধ্যে যার খসড়া তাঁর কাছে আসবে। আসন্ন বাজেট অধিবেশনে এই আইন সংশোধনের জন্য পেশ করতে চান তাঁরা। যার আওতায় বিদ্যুৎ উৎপাদন এবং বণ্টন ব্যবসাকে আলাদা করার প্রস্তাব রাখা হয়েছে। আর এই দুই ব্যবসা আলাদা হলে, গ্রাহকের কাছে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী অনেক সংস্থার থেকে একটিকে বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে সিংহের দাবি।

আইন সংশোধন হলে প্রতিটি রাজ্যের সঙ্গে কথা বলে বিদ্যুৎ উৎপাদন ও বণ্টন সংস্থা আলাদা করা নিয়ে রূপরেখা তৈরি করবে সরকার। সে ক্ষেত্রে একচেটিয়া কারবারের সুযোগ কমবে এবং গ্রাহকের কাছে তার সুবিধা পৌঁছবে বলেও তাঁর দাবি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন