ম্যাটে ছাড় বিদেশি আর্থিক সংস্থাকে

ইঙ্গিত মিলেছিল আগেই। অবশেষে তা সত্যি করে মঙ্গলবার অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিলেন, শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুরনো মূলধনী লাভের উপর ন্যূনতম বিকল্প কর (ম্যাট) বসাচ্ছে না কেন্দ্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩৩
Share:

ইঙ্গিত মিলেছিল আগেই। অবশেষে তা সত্যি করে মঙ্গলবার অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিলেন, শেয়ার বাজারে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির পুরনো মূলধনী লাভের উপর ন্যূনতম বিকল্প কর (ম্যাট) বসাচ্ছে না কেন্দ্র।

Advertisement

বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্র নিযুক্ত এ পি শাহ কমিটি তাদের সুপারিশে জানিয়েছিল, শেয়ার বাজারে লেনদেনকারী ওই সব সংস্থার পুরনো মুনাফায় ম্যাট বসানোর কোনও ভিত্তিই নেই। তাই গত ১ এপ্রিলের আগে ওই কর বসানো থেকে তাদের অব্যাহতি দেওয়া উচিত। ওই সুপারিশই মেনে নেওয়া হয়েছে বলে এ দিন জানিয়েছেন জেটলি। তিনি বলেন, বিষয়টি স্পষ্ট করতে আয়কর আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এই কর আদায় থেকে বিরত থাকতে বলা হয়েছে প্রত্যক্ষ কর পর্ষদের ফিল্ড অফিসারদেরও।

এই সিদ্ধান্ত এমন সময় ঘোষিত হল, যখন দেশে বিপুল শেয়ার বেচছে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। তবে বিশেষজ্ঞদের দাবি, এই সিদ্ধান্ত ভারতকে বিদেশি লগ্নির পছন্দের গন্তব্য হয়ে উঠতে সাহায্য করতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন