Gold Reserve

বেড়েই চলেছে স্বর্ণভান্ডার! কোথা থেকে সোনা কেনে রিজ়ার্ভ ব্যাঙ্ক-সহ দেশের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্ক?

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ অন্যান্য কেন্দ্রীয় ব্যাঙ্ক লাগাতার সোনা কেনায় খুচরো বাজারে চড়ছে ‘হলুদ ধাতু’র দর। স্বর্ণভান্ডার বাড়াতে কোথা থেকে সোনা কেনে এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৫:৫৩
Share:

প্রতীকী ছবি।

ভারত হোক বা ভিন্‌রাষ্ট্র, সোনার দাম নিয়ন্ত্রণে সব সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া ইস্তক ‘হলুদ ধাতু’ ক্রয়ের মাত্রা বৃদ্ধি করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিকেও একই রাস্তা নিতে দেখা গিয়েছে। ফলে ঘরোয়া বাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সোনার দাম।

Advertisement

এখন প্রশ্ন হল কোথা থেকে ‘হলুদ ধাতু’ কেনে আরবিআই-সহ যাবতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক? এ ব্যাপারে চলতি বছরের তথ্য প্রকাশ করেছে ‘বিশ্ব স্বর্ণ কাউন্সিল’ বা ডব্লিউজিসি (ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল)। তাদের দাবি, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির স্বর্ণভান্ডারের ৪১ শতাংশ উত্তরাধিকার সূত্রে পেয়েছে তারা। ৩২ শতাংশ গ্লোবাল ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজার থেকে কেনে ওই সমস্ত কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান। এ ছাড়া খনি সংস্থার থেকে সোনা কেনার প্রবণতা রয়েছে আরবিআই-সহ বিশ্বের তাবড় কেন্দ্রীয় ব্যাঙ্কের।

ডব্লিউজিসির সমীক্ষা অনুযায়ী, বর্তমানে ৪৭ শতাংশ কেন্দ্রীয় ব্যাঙ্ক বড় এবং ছোট দু’ধরনের খনি থেকে ‘হলুদ ধাতু’ সংগ্রহ করে থাকে। বড় খনিগুলি থেকে তাদের সোনা কেনার পরিমাণ ৩৭ শতাংশ বলে জানা গিয়েছে। আর ছোট খনিগুলি থেকে স্বর্ণভান্ডারের ১৬ শতাংশ সোনা কিনে থাকে দুনিয়ার যাবতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে দেশ ভেদে এই সংখ্যায় সামান্য অদল-বদল দেখতে পাওয়া যায়, জানিয়েছে ডব্লিউজিসি।

Advertisement

চলতি বছরের এপ্রিলে বিশ্ববাজারে সর্বকালীন উচ্চতায় ওঠে ‘হলুদ ধাতু’র দাম। ওই সময় আউন্স প্রতি সোনা ৩,৫০০ ডলারে বিক্রি হচ্ছিল। পরে সেটা সামান্য নেমে ৩,৩৪৫ ডলারে স্থিতিশীল রয়েছে। কিন্তু, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি ‘হলুদ ধাতু’র ক্রয় বন্ধ না করায় এর দর ফের চড়তে পারে বলে সতর্ক করেছেন আর্থিক বিশ্লেষকেরা।

ডব্লিউজিসি-র ‘সেন্ট্রাল ব্যাঙ্ক গোল্ড রিজ়ার্ভ সার্ভে, ২০২৫’-এ বলা হয়েছে যে, ৪৩ শতাংশ কেন্দ্রীয় ব্যাঙ্ক তাদের স্বর্ণভান্ডার বৃদ্ধি করতে আগ্রহী। অন্য দিকে, ৯৫ শতাংশ কেন্দ্রীয় ব্যাঙ্ক মনে করে যে আগামী ১২ মাসের জন্য পর্যাপ্ত ‘হলুদ ধাতু’ মজুত রয়েছে তাদের কোষাগারে। আন্তর্জাতিক ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনার প্রবণতা বাড়ছে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement