DA Arrears Calculation

এপ্রিলেই মিলবে বর্ধিত ও বকেয়া ডিএ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কতটা বাড়ছে বেতন?

এপ্রিল থেকে ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছে বেতন। বর্ধিত বেতনের পাশাপাশি তিন মাসের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৬:১৫
Share:

—প্রতীকী ছবি।

গত ২৮ মার্চ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দু’শতাংশ মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ) ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। এ বছরের ১ জানুয়ারি থেকে বর্ধিত ডিএ পাবেন তাঁরা। কেন্দ্রের এই সিদ্ধান্তে এক কোটির বেশি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন বলে জানা গিয়েছে।

Advertisement

মোদী সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এপ্রিলের বেতন এবং পেনশনের সঙ্গে বর্ধিত ডিএ দেওয়া হবে। এর মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের বকেয়া অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ, প্রতি মাসের বৃদ্ধির পাশাপাশি গত তিন মাসের বকেয়া মহার্ঘ ভাতার অর্থ এককালীন পাবেন তাঁরা।

বর্তমানে সপ্তম পে কমিশনের নিয়ম অনুযায়ী বেতন পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এতে ন্যূনতম মূল বেতন (বেসিক পে) ১৮ হাজার টাকা ধার্য করা হয়েছে। ডিএ বৃদ্ধির ফলে তাতে যুক্ত হবে ৩৬০ টাকা। এ ছাড়া বকেয়া বাবদ ১,০৮০ টাকা পাবেন ওই কর্মচারী। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে ন্যূনতম পেনশন ন’হাজার টাকা হলে প্রতি মাসে তা বৃদ্ধি পাবে ১৮০ টাকা। এ ছাড়া বকেয়া ৫৪০ টাকা পাবেন তাঁরা।

Advertisement

কেন্দ্রের দাবি, বর্ধিত ডিএর সুবিধা পাবেন ৪৮.৬ লক্ষ কর্মচারী। এ ছাড়া ৬৬.৫ লক্ষ অবসরপ্রাপ্তের বাড়বে পেনশন। মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সরকারি কোষাগার থেকে বছরে অতিরিক্ত খরচ হবে প্রায় ৬,৬১৪.০৪ কোটি টাকা।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বছরে দু’বার ডিএ ঘোষণা করে সরকার। পরবর্তী মহার্ঘ ভাতার ঘোষণা অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। ওই ঘোষণায় জুলাই থেকে ডিসেম্বরের ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।

চলতি বছরের গোড়ায় অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে মোদী মন্ত্রিসভা। আগামী বছরের জানুয়ারি থেকে সেটি চালু হওয়ার কথা রয়েছে। অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর মূল বেতনের সঙ্গে মিশে যাবে ডিএ। তখন ফের শূন্য থেকে মহার্ঘ ভাতার হিসাব কষা শুরু হবে। পাশাপাশি, সংশোধিত বেতন কাঠামোর আওতায় চলে যাবেন কর্মচারীরা। অষ্টম বেতন কমিশনের আর্থিক সুবিধা পাবেন পেনশনভোগীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement