দেশে ১০টি শিল্প তালুক গড়বে কেন্দ্র

রফতানি বাড়ানোর লক্ষ্যে এ বার পণ্য উৎপাদনের ক্ষেত্রে উঁচু মানের প্রযুক্তি আনতে উদ্যোগী কেন্দ্র। এ জন্য সারা দেশে ১০টি শিল্প তালুক গড়ে তোলার পরিকল্পনা করেছে তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ০৩:০১
Share:

রফতানি বাড়ানোর লক্ষ্যে এ বার পণ্য উৎপাদনের ক্ষেত্রে উঁচু মানের প্রযুক্তি আনতে উদ্যোগী কেন্দ্র। এ জন্য সারা দেশে ১০টি শিল্প তালুক গড়ে তোলার পরিকল্পনা করেছে তারা। যার একটি পশ্চিমবঙ্গে করার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব রবি কপূর।

Advertisement

রাজ্যের শিল্প তালুকটি কলকাতা এবং হাওড়ার মধ্যে কোনও জায়গায় তৈরি হতে পারে। সম্প্রতি ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (ইইপিসি) আয়োজিত শিল্পের জন্য উন্নত মানের প্রযুক্তির ব্যবহার নিয়ে এক সভার শেষে কপূর বলেন, ‘‘তালুকটি কোথায় ও কোন শিল্পের জন্য হবে, তা ঠিক করার বিষয়টি এখানকার শিল্পমহলের উপরই ছেড়ে দিয়েছি। তবে তা গড়া হবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্যই।’’

মাস দু’য়েকেই পরিকল্পনাটিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে বলে জানান কপূর। তিনি বলেন, ‘‘ভারতের সংস্থা -গুলিকে আন্তর্জাতিক প্রতিযোগিতার যোগ্য করে তোলাই আমাদের লক্ষ্য।’’ ছোট ও মাঝারি সংস্থার প্রযুক্তি উন্নয়নের জন্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রয়েছে বলে উল্লেখ করেন কপূর।

Advertisement

ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে ইইপিসির সম্প্রতি একটি চুক্তি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের পূর্বাঞ্চলের চেয়ারম্যান অরুণ গারোদিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নতুন প্রযুক্তি উদ্ভাবনে আমাদের সঙ্গে কাজ করছে দেশের ১৫০টি গবেষণাগার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন