সম্প্রসারণে বেঙ্গালুরু ছেড়ে পছন্দ রাজ্যই

সেরামিক, গা়ড়ি ও পাথর শিল্পে ব্যবহৃত বিশেষ যন্ত্র তৈরির সঙ্গে যুক্ত এই সংস্থার ৩৪টি উৎপাদন কেন্দ্র রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৮ ০০:৪৫
Share:

বেঙ্গালুরু নয়। সম্প্রসারণের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নিল লুক্সেমবার্গের ৯৫ বছরের সংস্থা সেরাটিজিট।

Advertisement

সেরামিক, গা়ড়ি ও পাথর শিল্পে ব্যবহৃত বিশেষ যন্ত্র তৈরির সঙ্গে যুক্ত এই সংস্থার ৩৪টি উৎপাদন কেন্দ্র রয়েছে। ৯০০০ কর্মীর এই সংস্থা এ রাজ্যের হাত ধরে ভারতে পা রেখেছে দু’ দশক আগেই। বহুজাতিক সেটিজিটের উলুবেড়িয়া ছাড়া বেঙ্গালুরুতেও এখন কারখানা রয়েছে। তবে সম্প্রসারণের জন্য এ রাজ্যের প্রকল্পকেই চিহ্নিত করেছে সংস্থা।

ভারতে সংস্থার দায়িত্বে থাকা অশ্বিনী সারিনের দাবি, ৪০ কোটি টাকার প্রকল্পের উৎপাদন ভারতের বাজার ছাড়াও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে রফতানি হবে। তিনি জানান, এই উৎপাদন কেন্দ্র অন্যতম রফতানি কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন