সামনেই আসছেন না চন্দা

এফএলও-র দাবি, চন্দার দফতর জানিয়েছে তাঁর পক্ষে আসা সম্ভব হবে না। তবে সংশ্লিষ্ট মহলের জল্পনা, স্বজনপোষণের বিতর্কে জড়িয়ে পড়ায় আসলে ইচ্ছে করেই নিজেকে দূরে সরিয়ে রাখলেন কোছর।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০৫:০৮
Share:

চন্দা কোছর

গত মাসেও অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিদের তালিকায় জ্বলজ্বল করছিল তাঁর নাম। ঠিক ছিল দেশের অন্যতম কৃতী মহিলা হিসেবে সেখানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মানিত করবেন তাঁকে। কিন্তু শেষ মুহূর্তে বণিকসভা ফিকি-র মহিলা শাখা (এফএলও) তাদের বৃহস্পতিবারের বার্ষিক সভার যে সংশোধিত সূচি পাঠিয়েছে, তাতে উল্লেখই নেই আইসিআইসিআই ব্যাঙ্কের কর্ণধার চন্দা কোছরের। এফএলও-র দাবি, চন্দার দফতর জানিয়েছে তাঁর পক্ষে আসা সম্ভব হবে না। তবে সংশ্লিষ্ট মহলের জল্পনা, স্বজনপোষণের বিতর্কে জড়িয়ে পড়ায় আসলে ইচ্ছে করেই নিজেকে দূরে সরিয়ে রাখলেন কোছর।

Advertisement

স্বামী দীপক কোছরকে কিছু সুবিধা দেওয়ার পরিবর্তে ভিডিয়োকনকে ঋণ মঞ্জুরের সুযোগ দেওয়ার অভিযোগ বিঁধেছে চন্দাকে। ঘটনার প্রাথমিক তদন্তে নেমেছে সিবিআই। জানিয়েছে, শীঘ্রই দীপককে জেরা করা হবে।

এ দিকে, দীপকের নিউ পাওয়ার রিনিউয়েব্‌লসের সিংহভাগ শেয়ারের মালিক মরিশাসের ডিএইচ রিনিউয়েব্‌লস হোল্ডিংয়ের পরিচয় জানতে চাইলেন অরবিন্দ গুপ্ত। যিনি অনিয়মের অভিযোগ সামনে এনেছেন। অন্য দিকে, ভিডিয়োকন, জয়প্রকাশ অ্যাসোসিয়েটস-সহ আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণগ্রহীতারা ধার ঢেলে সাজতে যে আভিস্তা অ্যাডভাইজরি গ্রুপের পরিষেবা নিয়েছিল, জানা গিয়েছে তার সিইও চন্দার দেওর রাজীব কোছর। যদিও ব্যাঙ্কটি বলেছে, তারা সংস্থাটিকে নিয়োগ করেনি।

Advertisement

দীপককে নোটিস: ভিডিয়োকন ঋণ কাণ্ডে কর ফাঁকির তদন্তে নেমে নিউ পাওয়ার রিনিউয়েব্‌লসের এমডি হিসেবে আয়কর দফতর নোটিস পাঠাল দীপক কোছরকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন