পিএফের টাকা তোলার নিয়ম পাল্টানো স্থগিত

কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) টাকা তোলার ক্ষেত্রে নিয়ম বদল করেছিল ইপিএফও। কিন্তু এ দিন সেই নতুন নিয়ম ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার কথা জানাল তারা। ইপিএফও-র দাবি, আগামী ১ মে থেকে এই নতুন নিয়ম চালু হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৬ ০৪:২০
Share:

কর্মী প্রভিডেন্ট ফান্ডের (ইপিএফ) টাকা তোলার ক্ষেত্রে নিয়ম বদল করেছিল ইপিএফও। কিন্তু এ দিন সেই নতুন নিয়ম ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখার কথা জানাল তারা। ইপিএফও-র দাবি, আগামী ১ মে থেকে এই নতুন নিয়ম চালু হবে।

Advertisement

বর্তমান নিয়মে দু’মাস টানা কাজ না-থাকলে পিএফের টাকা পুরোপুরি তুলে নেওয়ার আবেদন করা যায়। ৫৪ বছর হলে পিএফের ৯০% টাকা তোলার সুযোগও মেলে। নতুন নিয়মে প্রস্তাব ছিল, পিএফের টাকা তোলার জন্য অপেক্ষা করতে হবে ৫৭ বছর পর্যন্ত। কিন্তু এ দিন জানানো হল যে, বর্তমান নিয়মই আরও এক মাস (১ মে পর্যন্ত) চালু থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন