নোট-কাণ্ডে সমবায় ব্যাঙ্কে ধর্মঘটের ডাক ২৫শে

বাতিল হওয়া পাঁচশো ও হাজার টাকার নোট লেনদেন করার ক্ষমতা কেন্দ্রীয় জেলা সমবায় ব্যাঙ্কগুলির কাছ থেকে কেড়ে নেওয়ার প্রতিবাদে আগামী ২৫ নভেম্বর দেশ জুড়ে সমবায় ব্যাঙ্কগুলিতে ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ০২:৩৭
Share:

বাতিল হওয়া পাঁচশো ও হাজার টাকার নোট লেনদেন করার ক্ষমতা কেন্দ্রীয় জেলা সমবায় ব্যাঙ্কগুলির কাছ থেকে কেড়ে নেওয়ার প্রতিবাদে আগামী ২৫ নভেম্বর দেশ জুড়ে সমবায় ব্যাঙ্কগুলিতে ধর্মঘট ডেকেছে অল ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন। এ দিকে, কেন্দ্রীয় জেলা সমবায় ব্যাঙ্কের সমস্যার সুরাহা করার জন্য ব্যবস্থা নেওয়া জরুরি বলে মন্তব্য করেছে মুম্বই হাইকোর্টও।

Advertisement

ওই ব্যাঙ্কগুলিকে পুরনো নোট লেনদেন করতে না-দেওয়ার ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ দিন কলকাতায় কেন্দ্রীয় ব্যাঙ্কের সদর দফতরের সামনে বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করে সমবায় বাঁচাও মঞ্চ। সংগঠনের চেয়ারম্যান অশোক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘শীর্ষ ব্যাঙ্কের সিদ্ধান্তের ফলে রাজ্যের ১৭টি কেন্দ্রীয় জেলা সমবায় ব্যাঙ্ক ও সেগুলির আওতায় থাকা ৪৫৭৩টি প্রাথমিক কৃষি সমবায় সমিতি চূড়ান্ত সমস্যায় পড়েছে।’’

অশোকবাবু জানান, ওই সমিতির মাধ্যমেই চাষিদের কৃষিঋণ দেওয়া হয়। সমবায় ব্যাঙ্কগুলিকে পুরনো নোট লেনদেনের আওতার বাইরে রাখায় চাষিরা ঋণ মেটাতে পারছেন না। কারণ অধিকাংশেরই হাতে ওই নোট। বহু অঞ্চলে বাণিজ্যিক ব্যাঙ্কের শাখা না-থাকায় নোট পাল্টানো যাচ্ছে না। আবার পুরনো ঋণ না-মেটানোয় আইন মোতাবেক মিলছে না নতুন ঋণও।’’

Advertisement

৮ নভেম্বর কেন্দ্র নোট বাতিলের পরে ৩০ ডিসেম্বর পর্যন্ত সেগুলি জমা ও পাল্টানোর ক্ষমতা পায় ব্যাঙ্কগুলি। সমবায় ব্যাঙ্কগুলিও সেই কাজ করছিল। হঠাৎ ১৪ নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক জানায়, সমবায় ব্যাঙ্কগুলি আর বাতিল নোট লেনদেন করতে পারবে না। কিন্তু কেন, সেটা জানানো হয়নি বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement