তথ্য ফাঁসের অভিযোগে আলিবাবা

ইউসি ব্রাউজারটি তৈরি করেছে চিনের মোবাইল ইন্টারনেট সংস্থা ইউসিওয়েব। যার মালিকানা রয়েছে চিনেরই আলিবাবা গোষ্ঠীর হাতে। অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন ইত্যাদি প্ল্যাটফর্মে এটি ব্যবহার করা যায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ০১:৫৭
Share:

চিন-ভারত সীমান্তে অশান্তির মধ্যেই এ বার প্রশ্নের মুখে আলিবাবার ইউসি ব্রাউজার। ভারতীয়দের মোবাইল থেকে পাওয়া তথ্য ফাঁসের অভিযোগে এ বার নেটে কেনাকাটার এই চিনা সংস্থার উপর নজর রাখছে কেন্দ্র।

Advertisement

তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অফিসার বলেন, ‘‘ইউসি ব্রাউজার ভারত থেকে পাওয়া তথ্য চিনের সার্ভারে পাঠাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্যবহারকারী ব্রাউজ করা তথ্য মুছে ফেললেও তাঁর ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস নিয়ন্ত্রণ করে তা সংস্থা হাতিয়ে নিয়েছে বলে নালিশ করেছেন অনেকে। অভিযোগ প্রমাণিত হলে ভারতে নিষিদ্ধ হতে পারে ব্রাউজারটি।’’

প্রসঙ্গত, ইউসি ব্রাউজারটি তৈরি করেছে চিনের মোবাইল ইন্টারনেট সংস্থা ইউসিওয়েব। যার মালিকানা রয়েছে চিনেরই আলিবাবা গোষ্ঠীর হাতে। অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন ইত্যাদি প্ল্যাটফর্মে এটি ব্যবহার করা যায়।

Advertisement

অভিযোগ প্রসঙ্গে ইউসিওয়েব-এর তরফে কিছু জানানো হয়নি। তবে টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় তথ্য-নিরাপত্তা ভাঙার যে-অভিযোগ উঠেছে, সেটারই প্রযুক্তিগত দিক এ বার খতিয়ে দেখছে হায়দরাবাদের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন