Smartphones

স্মার্টফোনের যন্ত্রাংশ আমদানির শুল্কে বিতর্ক

সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে স্মার্টফোনের যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর পক্ষে সওয়াল করেছে স্মার্টফোন শিল্পের সংগঠন ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (আইসিইএ)।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ০৮:১৩
Share:

—প্রতীকী চিত্র।

যে সব যন্ত্রাংশ আমদানি করে দেশে স্মার্টফোন তৈরি করা হয়, সেগুলির শুল্ক হ্রাসের দাবি তুলেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। তবে বাণিজ্য সংক্রান্ত পরামর্শদাতা সংস্থা জিটিআরআইয়ের মত ঠিক বিপরীত। তাদের বক্তব্য, শুল্কের হার অপরিবর্তিত রাখলে দেশেই যন্ত্রাংশ উৎপাদনের সুযোগ বাড়বে। এখন স্মার্টফোনের যন্ত্রাংশ আমদানিতে শুল্কের হার ৭.৫%-১০%।

Advertisement

সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে স্মার্টফোনের যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর পক্ষে সওয়াল করেছে স্মার্টফোন শিল্পের সংগঠন ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (আইসিইএ)। তাদের বক্তব্য, শুল্ক কমানো হলে কম খরচে তা আমদানি করতে পারবে দেশীয় স্মার্টফোন সংস্থাগুলি। তাতে দেশের বাজারে পণ্যটির বার্ষিক উৎপাদন প্রায় ২৮% বেড়ে ৮২০০ কোটি ডলারে পৌঁছতে পারে। বাড়বে তার রফতানিও। তবে জিটিআরআইয়ের আশঙ্কা, যন্ত্রাংশ আমদানির খরচ কমলে তার সুবিধা নিয়ে দেশে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো স্মার্টফোন কারখানা গজিয়ে উঠতে পারে। তাতে যন্ত্রাংশ শিল্পের প্রসার ধাক্কা খাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন